Basant Panchami 2024 : বাসন্তী নয়, রকি আর রানি-ই এবারের ভ্যালেন্টাইন পুজোর হট ফ্যাশান

Bengalis in Valentine's Day : সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি পড়ার একটা ঝোঁক ছিল। দোকানে এখনও বসন্ত পঞ্চমীর আগে ঝুলতে দেখা যায় এই রকম শাড়ি। তবে জেন Z-রা বাসন্তীর পরিবর্তে 'রকি-রানি'তে আলিয়ার পরা শিফনেই বেশি মজেছে। জর্জেট শাড়ি, মাল্টিকালার শাড়ি, হালকা শাড়িই তাদের বেশি পছন্দের

Basant Panchami 2024 : বাসন্তী নয়, রকি আর রানি-ই এবারের ভ্যালেন্টাইন পুজোর হট ফ্যাশান
কেমন শাড়িতে মজেছে এই প্রজন্ম

Feb 14, 2024 | 4:41 PM

রেশমী প্রামাণিক

‘চোরি-চোরি চুপকে-চুপকে’ থেকে ‘ক্যান আই হ্যাভ ইউর নাম্বার’ বা ‘আই হ্যাভ সেন্ট ইউ আ রিকোয়েস্ট অন এফবি’। লুকিয়ে-লুকিয়ে গোলাপ দেওয়ার কিংবা লাভ লেটরের দিন ফুরিয়েছে বহুকাল। এই প্রজন্ম প্রথম দেখাতেই কফি ডেটে যেতে বেশি স্বচ্ছন্দ্য। ‘ঘনিষ্ঠ’ হওয়াকে কেন্দ্র করেও বিশেষ ছুৎমার্গ নেই তাঁদের। রাস্তায় দাঁড়িয়ে প্রবল ঝামেলা করে ব্রেকআপের থেকে হোয়্যাটসঅ্যাপের ছোট্ট টেক্সট মেসেজ অথবা ইনস্টা-ডিএম (direct message) অনেক বেশি কুল। সরস্বতী পুজোয় বন্ধুদের সঙ্গে বাইরে খাওয়া হবে বলে বাড়িতে চেয়ে-চিন্তে ১০০ টাকা আর আনতে হয় না, সঙ্গে থাকে ইউপিআই (UPI)—ডেবিট, ক্রেডিট কার্ড তো আছেই।

বেশ কয়েক বছর পর সরস্বতী পুজো আর এ বছর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। মাঘের শেষে আর ফাল্গুনের শুরুর এমন দিনে কচি থেকে কাঁচা সকলেই যে প্রেমের জোয়ারে ভাসবেন, এ আর নতুন কি! আর বাঙালির তো ৩৬৫ দিনই সঙ্গী ‘X=প্রেম’-এর গান: ‘এ বুকে তবু বারোমাস/ভালোবাসারই মরশুম’। সরস্বতী পুজো জীবনের অনেক ‘প্রথম’-এর সাক্ষী। প্রথম প্রেম, পাশের গলিতে লুকিয়ে দেখা করা, প্রথম হাতে-হাত রাখা, প্রথম উষ্ণ আলিঙ্গন, চুম্বনে হাতেখড়ি… শুরু তো এই দিন থেকেই। শাড়ি-পাঞ্জাবির প্রথম মোলাকাৎ শুরু হয় এ দিন থেকেই।

ব্যস্ততা আর স্মার্ট ফোনের জমানায় জীবনের, জীবনবোধের, জীবনচর্যার খোলনলচে… স-অ-অ-অ-ব কিছু বদলে গেলেও একটা বিষয়ে এখনও কিন্তু কোপ পড়েনি। তা হল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো। এখনও পুজোর দিনে প্রেম হয়, আড়চোখে ঝাড়ি মারা হয়, দাদার বন্ধু কিংবা বন্ধুর বোনকে প্রোপোজ়ও করা হয়। কিছু প্রেম পরিণতি পায়, কিছু (হয়তো বা বেশিরভাগই) আবার কালের নিয়মে হারিয়ে যায়। আগে মাঘে শীত পড়ত, আবহাওয়ার গতিপথ পরিবর্তনে এখন তেমন শীত পড়ে না (২০২৪-এ যদিও শীত কিছুদিনের জন্য হলেও পড়েছে জাঁকিয়ে)। আর তাই সাদা-হলুদ নয়, এই প্রজন্মের মেয়েরা মায়ের আলমারিতে থাকা পুরনো শাড়ির পরিবর্তে নিজের মনপসন্দ শাড়ি পরতেই বেশি কনফিডেন্ট। আর সেই শাড়ি নিয়ে থাকে নানা এক্সপেরিমেন্টও। কেউ শাড়ির সঙ্গে বেল্ট পরেন, ক্রপ টপ দিয়ে শাড়ি, শাড়ির সঙ্গে স্নিকার্স। তবে শাড়ির থেকেও বেশি পরীক্ষা চলে ব্লাউজ় নিয়ে। কথা প্রসঙ্গে TV9 বাংলাকে জানালেন ডিজ়াইনার রিমি নায়েক

সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি পড়ার একটা ঝোঁক ছিল। দোকানে এখনও বসন্ত পঞ্চমীর আগে ঝুলতে দেখা যায় এই রকম শাড়ি। তবে জেন Z-রা বাসন্তীর পরিবর্তে ‘রকি-রানি’তে আলিয়ার পরা শিফনেই বেশি মজেছে। জর্জেট শাড়ি, মাল্টিকালার শাড়ি, হালকা শাড়িই তাদের বেশি পছন্দের। সঙ্গে অক্সিডাইজের ঝুমকা বা স্টেটমেন্ট জুয়েলারি। ইনস্টা ফিল্টারের যুগে সবাই এখন ‘হট’। কাউকে কপি করে নয়, নিজের স্টাইল নিজেরাই তৈরি করে নেয় এই প্রজন্ম।

ক্যালেন্ডার যখন দিচ্ছে জোয়া সেলিব্রেশনের সুযোগ তখন তো সুন্দর করে সাজতেই হবে। কী ভাবে করবেন ফ্যাশন ডিজাইনার রিমি নায়েকের ঝুলি থেকে থাকল বিশেষ টিপস:

**অনলাইনের দুনিয়ায় এখন শাড়ি ড্রেপিং আরও সহজ।
**নিজের পছন্দমতো স্টাইলে শাড়ি পরুন।
**জিনসের সঙ্গে শাড়ি পরতে পারেন।
**গাউন শাড়িও বেশ চলছে।
**এছাড়াও রেডি টু ওয়্যার শাড়ি তো আছেই।
**কো-অর্ডিনেটেড কুর্তা, ট্রাউজার্সও বেশ চলছে এখন।
**এমন পোশাক ওয়ার্ড্রোবে থাকলে বাছতেই পারেন।
**উজ্জ্বল রং বাছুন। বসন্ত হোক রঙিন।
**নামী-দামি নয়, স্টেটমেন্ট গয়নাই হোক ফ্যাশন সঙ্গী।
**বাসন্তী নয়, রকি-রানির প্রেম কাহিনীই এই প্রজন্মের ফ্যাশন ইন্সপিরেশন।