AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের পর কী কারণে মোটা হয়ে যান মহিলারা? কারণ জানলে চমকে যাবেন

বিয়ের পর অনেকেরই ওজন বেড়ে যায়। বিয়ের আগে বহু মহিলাই রোগা, পাতলা গঠনের থাকে। কিন্তু বিয়ের পরেই দেখা যায় বেড়ে গিয়েছে ওজন।এর কারণটা কী? তা কি জানেন? গবেষণায় দেখা গিয়েছে, স্বামী-স্ত্রীর সহবাসের কারণেই মেয়েরা মোটা হতে শুরু করে।

বিয়ের পর কী কারণে মোটা হয়ে যান মহিলারা? কারণ জানলে চমকে যাবেন
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 10:09 PM
Share

বিয়ের পর অনেকেরই ওজন বেড়ে যায়। বিয়ের আগে বহু মহিলাই রোগা, পাতলা গঠনের থাকে। কিন্তু বিয়ের পরেই দেখা যায় বেড়ে গিয়েছে ওজন।এর কারণটা কী? তা কি জানেন? গবেষণায় দেখা গিয়েছে, স্বামী-স্ত্রীর সহবাসের কারণেই মেয়েরা মোটা হতে শুরু করে। তবে কারণ যে শুধু এটাই তা কিন্তু একেবারেই নয়। বিশেষজ্ঞদের কথায়, বিয়ের পর বেশিরভাগ মহিলার জীবনযাপনে পরিবর্তন হয়। আর সেই কারণেই এই শারীরিক পরিবর্তনও দেখা যায়। বিয়ের আগে বহু মহিলাই কড়া ডায়েটের মধ্যে থাকে। কিন্তু বিয়ের পর অন্য পরিবেশে গিয়ে সেই অভ্যাসে ঘাটতি পড়ে। শরীরের প্রতি যত্ন নেওয়া কম হলেই জমতে থাকে মেদ। তাছাড়াও জীবনসঙ্গীর সঙ্গে তাল মেলাতে গিয়ে খাদ্যাভাসে পরিবর্তন দেখা দেয়। ফলে ওজন বাড়তে থাকে।

খাওয়ার রুচি বদলের কারণে শরীরে বাড়ে মেদ। এছাড়াও বিয়ের ২-৪ বছরের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন অনেক ভারতীয় নবদম্পতিরা। ফলে বিয়ের পর যে হারে মেদ জমতে শুরু করে। সন্তানসম্ভবা হওয়ার সঙ্গে সঙ্গে সেই মেদ কিছুটা চিরস্থায়ী হয়েই জমা থাকে শরীরে। আর তা কমাতে বেশ কসরতই করতে হয়। কারণ শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টার ফাঁকে নিজের জন্য সময়ই বের করে উঠতে পারে না অনেক মহিলা। ফলে বাড়ে ওজন।