Numerology: লভ না অ্যারেঞ্জ, কী ভাবে মিল হবে মনের মানুষের সঙ্গে? বলে দেবে জন্ম তারিখ, জেনে নিন আপনিও

Numerology: কারও জন্ম যদি ১, ১০,১৯ এবং ২৮ তারিখে হয়, তাহলে তাঁদের অধিপতি হলেন সূর্যদেব। এঁরা সাধারণত স্বভাবে একটু লাজুক প্রকৃতির, তাই প্রেম করে বিয়ে করাটা একটু কঠিন।

| Updated on: Jan 13, 2025 | 5:01 PM
কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। একই কথা কিন্তু বলছে জ্যোতিষ শাস্ত্র। সংখ্যাতত্ত্ব অনুসারে জন্ম তারিখ বলে দিতে পারে আপনার কী বিয়ে হবে লভ না অ্যারেঞ্জ? দেখে নিন কী অপেক্ষা করছে আপনার জন্য!

কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। একই কথা কিন্তু বলছে জ্যোতিষ শাস্ত্র। সংখ্যাতত্ত্ব অনুসারে জন্ম তারিখ বলে দিতে পারে আপনার কী বিয়ে হবে লভ না অ্যারেঞ্জ? দেখে নিন কী অপেক্ষা করছে আপনার জন্য!

1 / 8
কারও জন্ম যদি ১, ১০,১৯ এবং ২৮ তারিখে হয়, তাহলে তাঁদের অধিপতি হলেন সূর্যদেব। এঁরা সাধারণত স্বভাবে একটু লাজুক প্রকৃতির, তাই প্রেম করে বিয়ে করাটা একটু কঠিন। ২, ১১, ২০ ও ২৯ তারিখে কারও জন্ম হলে তাঁদের অধিপতি হলেন চন্দ্রদেব। এঁদের প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মন দেওয়ার আগে সাবধান, ভেবেচিন্তে প্রেম করুন।

কারও জন্ম যদি ১, ১০,১৯ এবং ২৮ তারিখে হয়, তাহলে তাঁদের অধিপতি হলেন সূর্যদেব। এঁরা সাধারণত স্বভাবে একটু লাজুক প্রকৃতির, তাই প্রেম করে বিয়ে করাটা একটু কঠিন। ২, ১১, ২০ ও ২৯ তারিখে কারও জন্ম হলে তাঁদের অধিপতি হলেন চন্দ্রদেব। এঁদের প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মন দেওয়ার আগে সাবধান, ভেবেচিন্তে প্রেম করুন।

2 / 8
৩, ১২ ও ৩০ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি বৃহস্পতি। এঁরা খুবই বুদ্ধিমান হন। যাঁকে মন দেন, তাঁকে নিজের জীবন সঙ্গী করে নিতেও জানেন এঁরা। ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে যাঁদের জন্মদিন তাঁদের অধিপতি রাহু। প্রেমের বিষয়ে এমনিতে খুব একটা সিরিয়াস নন এঁরা, একাধিক প্রেম করেন। তবে লভ ম্যারেজ করে থাকেন। অনেকেই বিয়ের পরে পরকীয়া করে বসেন।

৩, ১২ ও ৩০ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি বৃহস্পতি। এঁরা খুবই বুদ্ধিমান হন। যাঁকে মন দেন, তাঁকে নিজের জীবন সঙ্গী করে নিতেও জানেন এঁরা। ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে যাঁদের জন্মদিন তাঁদের অধিপতি রাহু। প্রেমের বিষয়ে এমনিতে খুব একটা সিরিয়াস নন এঁরা, একাধিক প্রেম করেন। তবে লভ ম্যারেজ করে থাকেন। অনেকেই বিয়ের পরে পরকীয়া করে বসেন।

3 / 8
৫, ১৪, এবং ২৩তারিখে যাঁদের জন্ম হয় তাঁদের অধিপতি হলেন বুধ। এঁরা বাবা-মায়ের কথা মেনে চলেন। বিয়ের ব্যাপারেও তাই। বাবা-মা পছন্দের কাউকে বিয়ে করেন, প্রেম করলেও পরিবারের সম্মতি নিয়ে তারপরেই বিয়ে করেন। পারিবারিক ঐতিহ্য-পরম্পরাকে সম্মান করেন এঁরা।

৫, ১৪, এবং ২৩তারিখে যাঁদের জন্ম হয় তাঁদের অধিপতি হলেন বুধ। এঁরা বাবা-মায়ের কথা মেনে চলেন। বিয়ের ব্যাপারেও তাই। বাবা-মা পছন্দের কাউকে বিয়ে করেন, প্রেম করলেও পরিবারের সম্মতি নিয়ে তারপরেই বিয়ে করেন। পারিবারিক ঐতিহ্য-পরম্পরাকে সম্মান করেন এঁরা।

4 / 8
কারও জন্মতারিখ যদি কোনও মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে হয়, মনে করা হয় তাঁদের অধিপতি হলেন শুক্র। এঁদের প্রেম ভাগ্য বেশ উজ্জ্বল হয়। প্রেম করেই বিয়ে করেন। একাধিক প্রেমেও জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। সেই কারণেই অনেক সময় ভালবাসার মানুষকে হারিয়ে ফেলেন এঁরা।

কারও জন্মতারিখ যদি কোনও মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে হয়, মনে করা হয় তাঁদের অধিপতি হলেন শুক্র। এঁদের প্রেম ভাগ্য বেশ উজ্জ্বল হয়। প্রেম করেই বিয়ে করেন। একাধিক প্রেমেও জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। সেই কারণেই অনেক সময় ভালবাসার মানুষকে হারিয়ে ফেলেন এঁরা।

5 / 8
৭, ১৬ ও ২৫ তারিখে যাঁদের জন্ম হয়, তাঁদের অধিপতি হলেন কেতু। এঁরা খুবই লাজুক প্রকৃতির হন। প্রেম করলেও অনেক সময় তা বিয়ে অবধি শেষ পরিণতি পায় না, নিজের মনের কথাও খুলে কাউকে বলতে পারেন না। তবে নিজের সঙ্গীর প্রতি একনিষ্ঠ থাকেন এঁরা। লভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, যাকে বিয়ে করেন ভালবাসায় ভরিয়ে দেন।

৭, ১৬ ও ২৫ তারিখে যাঁদের জন্ম হয়, তাঁদের অধিপতি হলেন কেতু। এঁরা খুবই লাজুক প্রকৃতির হন। প্রেম করলেও অনেক সময় তা বিয়ে অবধি শেষ পরিণতি পায় না, নিজের মনের কথাও খুলে কাউকে বলতে পারেন না। তবে নিজের সঙ্গীর প্রতি একনিষ্ঠ থাকেন এঁরা। লভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, যাকে বিয়ে করেন ভালবাসায় ভরিয়ে দেন।

6 / 8
যাঁদের জন্মতারিখ ৮, ১৭ ও ২৬ তারিখে তাঁদের অধিপতি হলেন স্বয়ং শনিদেব। এমনিতে এঁরা খুবই তীক্ষ্ণ স্বভাবের হয়। তবে প্রেম বা ভালবাসার প্রতি অনীহা থাকে। তবে যদি সম্পর্কে জড়ান তবে তা বিয়ে অবধি নিয়ে যান।

যাঁদের জন্মতারিখ ৮, ১৭ ও ২৬ তারিখে তাঁদের অধিপতি হলেন স্বয়ং শনিদেব। এমনিতে এঁরা খুবই তীক্ষ্ণ স্বভাবের হয়। তবে প্রেম বা ভালবাসার প্রতি অনীহা থাকে। তবে যদি সম্পর্কে জড়ান তবে তা বিয়ে অবধি নিয়ে যান।

7 / 8
৯, ১৮ ও ২৭ তারিখে কোনও মাসে যাঁদের জন্ম তাঁদের অধিপতি হলেন মঙ্গল। এঁরা সাধারণত স্পষ্ট কথা বলতে ভালবাসেন। প্রেম থেকে দূরে থাকতেই ভালবাসেন। অনেক সময় প্রেম কাছে এসেও দূরে চলে যায়, কেবল মাত্র স্বভাবের জন্য। তবে বিয়ে করার প্রতি কিন্তু অনীহা খুব একটা থাকে না। অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী এঁরা।

৯, ১৮ ও ২৭ তারিখে কোনও মাসে যাঁদের জন্ম তাঁদের অধিপতি হলেন মঙ্গল। এঁরা সাধারণত স্পষ্ট কথা বলতে ভালবাসেন। প্রেম থেকে দূরে থাকতেই ভালবাসেন। অনেক সময় প্রেম কাছে এসেও দূরে চলে যায়, কেবল মাত্র স্বভাবের জন্য। তবে বিয়ে করার প্রতি কিন্তু অনীহা খুব একটা থাকে না। অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী এঁরা।

8 / 8
Follow Us: