
১২ মে দিনটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বেশ কষ্টের। কারণ, সোমবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিং কোহলি। ইন্সটাগ্রামে কোহলি টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। (ছবি- Bhajan Marg X)

সোমবার অর্থাৎ ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বিরাট কোহলিকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। (ছবি- Bhajan Marg X)

বিরাট-অনুষ্কাকে সপ্তাহের প্রথম দিন মুম্বই বিমানবন্দরে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন সেলেব দম্পতি কোথাও একটা যাচ্ছেন। (ছবি- Bhajan Marg X)

মঙ্গলবার মিলল সেই প্রশ্নের উত্তর। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আজ, ১৩ মে পৌঁছে গিয়েছেন বৃন্দাবনে। (ছবি- Bhajan Marg X)

বৃন্দাবনের জনপ্রিয় গুরু প্রেমানন্দ মহারাজজির আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। অতীতেও বিরুষ্কা একাধিকবার প্রেমানন্দ মহারাজজির শরণে গিয়েছেন। (ছবি- Bhajan Marg X)

বিরাট কোহলির প্রচুর অনুরাগীরা বলেন, অনুষ্কা শর্মার সংস্পর্শে এসে কোহলির আধ্যাত্মিকতার প্রতি টান বেড়েছে। বিরাট নিজেও একাধিক সময়ে সে কথা স্বীকার করেছেন। (ছবি- Bhajan Marg X)

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একাধিক ছবি ও ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তাঁরা দু’জন প্রেমানন্দ মহারাজজির সঙ্গে কথা বলছেন। (ছবি- Bhajan Marg X)

টেস্ট ক্রিকেটে বিরাটের দাপট ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা রয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট ও রোহিত টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এ বার টেস্ট থেকেও দু’জন অবসর ঘোষণা করেছেন। এ বার বিরাটের সামনে নতুন জীবন। কেমন কাটবে তা, তারই সন্ধানে প্রেমানন্দ মহারাজজির কাছে গিয়েছিলেন বিরাট। মন দিয়ে বিরুষ্কাকে মহারাজজির কথা শুনতে দেখা গিয়েছে। (ছবি- Bhajan Marg X)