Gallery on Dilip Ghosh: দিলীপ ঘোষের লেখাপড়া কতদূর জানেন?

Dilip Ghosh: খড়গপুরের বিজেপি বিধায়ক থেকে মেদিনীপুরের বিজেপি সাংসদ। বঙ্গ রাজনীতিতে বিজেপির যে অধ্যায় তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি পদেও থেকেছেন তিনি। বিভিন্ন সময় তাঁর নানা মন্তব্যকে ঘিরে তৈরি হয় বিতর্ক। দলের অন্দরে তো বটেই বঙ্গ রাজনীতির অন্দরেও তিনি 'ঠোঁটকাঁটা' নেতা হিসাবেই পরিচিত।

Mar 26, 2024 | 12:16 PM

1 / 8
২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন দিলীপ ঘোষ। ভোটে জিতে সাংসদও হন।

২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন দিলীপ ঘোষ। ভোটে জিতে সাংসদও হন।

2 / 8
গত পাঁচ বছর মেদিনীপুরে মাটি কামড়ে পড়ে থেকেছেন দিলীপ। নিয়মিত সংসদীয় কেন্দ্রে থেকেছেন।

গত পাঁচ বছর মেদিনীপুরে মাটি কামড়ে পড়ে থেকেছেন দিলীপ। নিয়মিত সংসদীয় কেন্দ্রে থেকেছেন।

3 / 8
 সেই দিলীপ ঘোষের এবার কেন্দ্র বদল। ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

সেই দিলীপ ঘোষের এবার কেন্দ্র বদল। ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

4 / 8
দিলীপের উল্টোদিকে রয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। কীর্তি তিনবারের সাংসদ। রাজনীতির শুরু বিজেপি থেকে। পরে দল বদল।

দিলীপের উল্টোদিকে রয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। কীর্তি তিনবারের সাংসদ। রাজনীতির শুরু বিজেপি থেকে। পরে দল বদল।

5 / 8
ইতিমধ্যেই ভোটের ময়দানে দিলীপ-কীর্তির জোর লড়াই শুরু হয়েছে। অহরহ চলছে চ্যালেঞ্চ ছোড়াছুড়ি।

ইতিমধ্যেই ভোটের ময়দানে দিলীপ-কীর্তির জোর লড়াই শুরু হয়েছে। অহরহ চলছে চ্যালেঞ্চ ছোড়াছুড়ি।

6 / 8
জানেন দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা কী? ২০১৯ সালের ভোটে দিলীপ নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন, তাতে নিজেই জানিয়েছেন এ বিষয়ে।

জানেন দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা কী? ২০১৯ সালের ভোটে দিলীপ নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন, তাতে নিজেই জানিয়েছেন এ বিষয়ে।

7 / 8
হলফনামায় দিলীপ লিখেছেন, ঝাড়গ্রাম আইটিআই থেকে ১৯৮২ সালে পাশ করেন তিনি। ফিটার কোর্স ছিল তাঁর।

হলফনামায় দিলীপ লিখেছেন, ঝাড়গ্রাম আইটিআই থেকে ১৯৮২ সালে পাশ করেন তিনি। ফিটার কোর্স ছিল তাঁর।

8 / 8
যদিও ২০১৬ সালে নির্বাচন কমিশনকে দেওয়া দিলীপের হলফনামার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে অশোক সরকার নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা করেন। প্রশ্ন তোলেন, মামলাকারী এই ডিগ্রির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

যদিও ২০১৬ সালে নির্বাচন কমিশনকে দেওয়া দিলীপের হলফনামার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে অশোক সরকার নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা করেন। প্রশ্ন তোলেন, মামলাকারী এই ডিগ্রির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।