দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়া ছয়লাপ ছিল বনি-কৌশানির ব্রেক আপের গুঞ্জন নিয়ে। শোনা গিয়েছিল তাঁদের মধ্যে নাকি বন্ধ মুখ দেখাদেখি। হচ্ছে না কথাও। বনি যদিও জানিয়েছিলেন ঝগড়া হলেও ব্রেকআপ নয়। এবার মালদ্বীপে তাঁদের উষ্ণ প্রেমই বুঝিয়ে দিল সসব ঠিকই আছে।
মালদ্বীপ বরাবরই সেলেবদের পছন্দের জায়গা। বলি হোক বা টলি-- ফাঁক পেলেই তাঁরা চলে যান সেখানেই। একসঙ্গে দু'জনে ছবি না দিলেও ইতিমধ্যেই তাঁদের ইনস্টাগ্রাম ভরেছে নিজেদের রকমারি ছবিতে।
বনির উন্মুক্ত শরীর, তাতে সুস্পষ্ট পেশী। যা দেখে প্রেমিকারও মন্তব্য, "ও হটি "।
অন্যদিকে বনিকে দেখেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেই ফেলেছেন বনি। কৌশানির নিয়ন পোশাক যেন আগুন-- উপলব্ধি তাঁর।
চলছে একের পর এক রিল ভিডিয়ো, সোশ্যাল মিডিয়াও ভরেছে নানা ধরনের মন্তব্যে।
আপাতত কাজকে ফাঁকি দিয়েই সমুদ্রতটেই বুঁদ বনি-কৌশানি।