স্বামী অভিষেকের কারণেই শাহরুখ খানের সঙ্গে কাজ করেননি ঐশ্বর্য, কী সেই ‘সত্যি’?
Aishwarya Rai Bachchan: শোনা যাচ্ছে, স্বামী অভিষেকের সঙ্গে বিয়েটা নাকি ভেঙেই যাবে ঐশ্বর্যর। তেমন খবরই ঘুরছে বলি-অন্দরের আকাশে-বাতাসে। ২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বর্য-অভিষেক। কন্যা সন্তানও আছে তাঁদের। ঐশ্বর্য নাকি এখন জলসায় থাকেনও না। এই অভিষেকের জন্যই নাকি শাহরুখের সঙ্গে ছবিতে কাজ করেননি রাই সুন্দরী।
Most Read Stories