Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian army: ভারতীয় সেনার বিভিন্ন ধরনের উর্দির পিছনে লুকিয়ে থাকে কারণ গুলো জেনে নিন

Indian army: অতন্দ্র প্রহরীর মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের এই দেশকে আগলে রেখেছে সেনা বাহিনী। ছোটবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেওয়ায়।

| Edited By: | Updated on: Sep 20, 2021 | 6:35 PM
ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে দেশবাসীর গর্বের শেষ নেই। অতন্দ্র প্রহরীর মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের এই দেশকে আগলে রেখেছে সেনা বাহিনী। ছোটবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (National defence Academy) যোগ দেওয়ায়। প্রত্যেক বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ভারতীয় সেনা বাহিনীতে যোগ দেওয়ার জন্য পরীক্ষায় বসেন। প্রত্যেক সেনা জওয়ানকেই শুরুতে খুবই সাধারণ একটি উর্দি দেওয়া হয়। পরবর্তীকালে পারদর্শিতা, পদমর্যাদা ও প্রমোশনের ভিত্তিতে উর্দির বদল ঘটে। কোন উর্দিধারীর কোন পদমর্যাদা, আম ভারতীয়দের পক্ষে সেটা বোঝা একটু শক্ত। আজ সেই দিকেই আলোকপাত করা যাক।

ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে দেশবাসীর গর্বের শেষ নেই। অতন্দ্র প্রহরীর মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের এই দেশকে আগলে রেখেছে সেনা বাহিনী। ছোটবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (National defence Academy) যোগ দেওয়ায়। প্রত্যেক বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ভারতীয় সেনা বাহিনীতে যোগ দেওয়ার জন্য পরীক্ষায় বসেন। প্রত্যেক সেনা জওয়ানকেই শুরুতে খুবই সাধারণ একটি উর্দি দেওয়া হয়। পরবর্তীকালে পারদর্শিতা, পদমর্যাদা ও প্রমোশনের ভিত্তিতে উর্দির বদল ঘটে। কোন উর্দিধারীর কোন পদমর্যাদা, আম ভারতীয়দের পক্ষে সেটা বোঝা একটু শক্ত। আজ সেই দিকেই আলোকপাত করা যাক।

1 / 6
১. জেনারেল ডিউটি (General Duty): জেনারেল ডিউটি ভারতীয় সেনার সব থেকে আকর্ষণীয় উর্দি। শীত ও গ্রীষ্মে পড়ার জন্য মূলত দু'ধরনের জেনারেল ডিউটি পোশাক ব্যবহার করেন সেনা আধিকারিকরা। সেনার পরিভাষায় এই বিশেষ পোশাকের নাম ডি৫এসডি। খুব সীমিত রেজিমেন্টের সেনা আধিকারিকরা এই পোশাক পড়েন।

১. জেনারেল ডিউটি (General Duty): জেনারেল ডিউটি ভারতীয় সেনার সব থেকে আকর্ষণীয় উর্দি। শীত ও গ্রীষ্মে পড়ার জন্য মূলত দু'ধরনের জেনারেল ডিউটি পোশাক ব্যবহার করেন সেনা আধিকারিকরা। সেনার পরিভাষায় এই বিশেষ পোশাকের নাম ডি৫এসডি। খুব সীমিত রেজিমেন্টের সেনা আধিকারিকরা এই পোশাক পড়েন।

2 / 6
২. ব্লু প্যাট্রোল (Blue Patrol): শীতকালে বিভিন্ন সেনা অনুষ্ঠানে এই পোশাক ব্যবহার করা হয়।   'ব্যান্ডগালা ' কোর্টের সঙ্গে ব্লু প্যাট্রোল উর্দি পড়ে ভারতীয় সেনা। এই বিশেষ ধরনের পোশাকের কাঁধে সংশ্লিষ্ট সেনা আধিকারিকের পদমর্যাদা খোদিত থাকে।

২. ব্লু প্যাট্রোল (Blue Patrol): শীতকালে বিভিন্ন সেনা অনুষ্ঠানে এই পোশাক ব্যবহার করা হয়। 'ব্যান্ডগালা ' কোর্টের সঙ্গে ব্লু প্যাট্রোল উর্দি পড়ে ভারতীয় সেনা। এই বিশেষ ধরনের পোশাকের কাঁধে সংশ্লিষ্ট সেনা আধিকারিকের পদমর্যাদা খোদিত থাকে।

3 / 6
৩. সেরেমনিয়াল (Ceremonials): সেরেমনিয়াল নামক এই বিশেষ ধরনের পোশাক গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, বা শহীদ সেনাদের শেষ কৃত্যের সময় ব্যবহার করা হয়। গরম ও শীতকালে আলাদা ধরনের সেরিমনিয়াল ব্যবহার করে সেনা জওয়ানরা। এই সেনা পোশাকে  নিজের মেয়াদকালে সেই সেনা আধিকারিক যেকটি মেডেল পেয়েছেন সব গুলি লাগানোর ব্যবস্থা থাকে

৩. সেরেমনিয়াল (Ceremonials): সেরেমনিয়াল নামক এই বিশেষ ধরনের পোশাক গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, বা শহীদ সেনাদের শেষ কৃত্যের সময় ব্যবহার করা হয়। গরম ও শীতকালে আলাদা ধরনের সেরিমনিয়াল ব্যবহার করে সেনা জওয়ানরা। এই সেনা পোশাকে নিজের মেয়াদকালে সেই সেনা আধিকারিক যেকটি মেডেল পেয়েছেন সব গুলি লাগানোর ব্যবস্থা থাকে

4 / 6
৪. কম্ব্যাট (Combat): সাধারণ ভাবে এই পোশাকেই আমরা সেনা বাহিনীকে দেখতে অভ্যস্ত।  যুদ্ধ ক্ষেত্র বা নিরাপত্তা, যেকোনও ধরনের বাহ্যিক কাজ এই পোশাকেই করে সেনা বাহিনী। শীতকালে এই পোশাকের ওপর সোয়েটার বা জ্যাকেট ব্যবহার করা হয়। কাঁধের বন্ধনীতে সংশ্লিষ্ট সেনা আধিকারিকের পদমর্যাদা উল্লেখিত থাকে।

৪. কম্ব্যাট (Combat): সাধারণ ভাবে এই পোশাকেই আমরা সেনা বাহিনীকে দেখতে অভ্যস্ত। যুদ্ধ ক্ষেত্র বা নিরাপত্তা, যেকোনও ধরনের বাহ্যিক কাজ এই পোশাকেই করে সেনা বাহিনী। শীতকালে এই পোশাকের ওপর সোয়েটার বা জ্যাকেট ব্যবহার করা হয়। কাঁধের বন্ধনীতে সংশ্লিষ্ট সেনা আধিকারিকের পদমর্যাদা উল্লেখিত থাকে।

5 / 6
৫. ব্ল্যাক (Black): কালো রঙের পোশাকে মূলত ভারতীয় সেনার সব থেকে ভয়ঙ্কর ও ঘাতক জওয়ানরা ব্যবহার করে থাকেন। মূলত সশস্ত্র সেনা বা এনএসজি কমান্ডোরা (NSG Commando) এই বিশেষ ধরনের পোশাক পড়েন। কালো উর্দি সহজে মেলে না। এর জন্য শারীরিক ও মানসিক দক্ষতা প্রমাণ করতে হয়।

৫. ব্ল্যাক (Black): কালো রঙের পোশাকে মূলত ভারতীয় সেনার সব থেকে ভয়ঙ্কর ও ঘাতক জওয়ানরা ব্যবহার করে থাকেন। মূলত সশস্ত্র সেনা বা এনএসজি কমান্ডোরা (NSG Commando) এই বিশেষ ধরনের পোশাক পড়েন। কালো উর্দি সহজে মেলে না। এর জন্য শারীরিক ও মানসিক দক্ষতা প্রমাণ করতে হয়।

6 / 6
Follow Us: