ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে দেশবাসীর গর্বের শেষ নেই। অতন্দ্র প্রহরীর মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের এই দেশকে আগলে রেখেছে সেনা বাহিনী। ছোটবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (National defence Academy) যোগ দেওয়ায়। প্রত্যেক বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ভারতীয় সেনা বাহিনীতে যোগ দেওয়ার জন্য পরীক্ষায় বসেন। প্রত্যেক সেনা জওয়ানকেই শুরুতে খুবই সাধারণ একটি উর্দি দেওয়া হয়। পরবর্তীকালে পারদর্শিতা, পদমর্যাদা ও প্রমোশনের ভিত্তিতে উর্দির বদল ঘটে। কোন উর্দিধারীর কোন পদমর্যাদা, আম ভারতীয়দের পক্ষে সেটা বোঝা একটু শক্ত। আজ সেই দিকেই আলোকপাত করা যাক।