Aishwarya Rai Bachchan Trolled: মুখের এ কী অবস্থা, ব়্যাপ থেকে বেরিয়ে পোজ় দিতেই কটাক্ষের মুখে ঐশ্বর্য
Aishwarya Rai Bachchan: পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অভিষেক বচ্চন। যাঁকে নিয়ে বেশ চর্চা শুরু বিনোদন জগতে। আবারও যেন ঘুরে দাঁড়ানোর পালা। তবে কবে ফিরবেন ঐশ্বর্য, সেই প্রশ্ন বর্তমান। যদিও সম্প্রতি তাঁর প্যারিস ফ্যাশন উইকে উপস্থিতি নিয়ে শোরগোল নেটপাড়ায়।
গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে। মুক্তি পাচ্ছে দ্য আর্চিজ। সেখানেই রয়েছেন তিনি। ফলে মামি ঐশ্বর্য যাবেন না তা কি হয়?
Follow Us:
এই খবর পড়ে অনেকের মনে হতে পারে যে এই দুই স্টারের মাঝে থাকলে সবটা ঠিকই রয়েছে। কিন্তু প্রকাশ্যে আসা ভিডিয়ো সে ইঙ্গিত করল না মোটেও।
সাধারণত চোখের মেকআর আর ঠোঁটের ক্ষেত্রে তিনি স্কিন টোনই রাখতে বেশি পছন্দ করেন। পাশাপাশি ত্বক ভাল রাখতে পর্যান্ত পরিমানে জল পান করেন তিনি।
সম্প্রতি তাঁকে দেখা গেল প্যারিস ফ্যাশন উইকে। সেখান থেকেই একের পর এক ছবি অভিনেত্রীর ভাইরাল। যদিও প্রশংসার পাশাপাশি তিরষ্কারও কুড়িয়েছেন এবার তিনি
গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে। মুক্তি পাচ্ছে দ্য আর্চিজ। সেখানেই রয়েছেন তিনি। ফলে মামি ঐশ্বর্য যাবেন না তা কি হয়?
ত্বকের আদ্রতা বজায় রাখতে তিনি টক দই ব্যবহার করে থাকেন। পাশাপাশি শসা দিয়ে ফেসমাস্ক তৈরি করে নেন তিনি। বাড়িতেই পাওয়া যায়, প্রাকৃতিক জিনিস দিয়েই রূপচর্চা করে থাকেন তিনি।
সকলের নজরের কেন্দ্রে যখন ঐশ্বর্য, ঠিক তখনই কড়া সমালোচনার মুখে পড়তে হল অভিনেত্রীকে। যা নিয়ে রীতিমত চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়
ঐশ্বর্য বরাবরই খুব একটা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারে বিশ্বাসই ছিলেন না। কেমিক্যাল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টাই করেন তিনি। ঘরোয়া টোটকাতেই নিজেকে সুন্দর রাখতে পছন্দ করেন ঐশ্বর্য।
অন্যদিকে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অভিষেক বচ্চন। যাঁকে নিয়ে বেশ চর্চা শুরু বিনোদন জগতে। আবারও যেন ঘুরে দাঁড়ানোর পালা। তবে কবে ফিরবেন ঐশ্বর্য, সেই প্রশ্ন বর্তমান।