ছোট্ট ভুতুকে মনে আছে? বড় হয়ে কেমন দেখতে হল জনপ্রিয় শিশুশিল্পীকে

Kid-Star Bhootu: ভুতু ধারাবাহিক ছাড়াও তাকে দেখা গিয়েছে শ্রীকৃষ্ণ মীরা ধারাবাহিকে। তবে সেই চরিত্র মোটেও ভুতুর মতো জনপ্রিয় হয়নি। ফলে তাঁকে নিয়ে দর্শক মনে সেই পরিমাণ উত্তেজনা আর পাওয়া যায়নি। আজও তাই দর্শকেরা তার লুকে ভুতুকেই খোঁজে।

| Edited By: | Updated on: Dec 24, 2023 | 9:15 AM
নাম আর্শিয়া মুখোপাধ্যায়। এই নাম বললেন অনেকেই হয়তো চিনতে পারবেন না। তবে একটা নাম বললে সকলেই তাঁকে এক ডাকে চিনে ফেলবেন, সেটা হল ভুতু।

নাম আর্শিয়া মুখোপাধ্যায়। এই নাম বললেন অনেকেই হয়তো চিনতে পারবেন না। তবে একটা নাম বললে সকলেই তাঁকে এক ডাকে চিনে ফেলবেন, সেটা হল ভুতু।

1 / 8
ছোট্টদের ধারাবাহিক ভুতু, যা রাতারাতি জনপ্রিয় হয়েছিল ভক্তদের মাঝে। ছোট্ট মেয়েটি সকলের ভালবাসা কুড়িয়েছিল।

ছোট্টদের ধারাবাহিক ভুতু, যা রাতারাতি জনপ্রিয় হয়েছিল ভক্তদের মাঝে। ছোট্ট মেয়েটি সকলের ভালবাসা কুড়িয়েছিল।

2 / 8
তাঁরই নাম আর্শিয়া। আর্শিয়া ভুতু ধারাবাহিক করার পর মুম্বই থেকে ডাক পেয়েছিলেন অভিনয়ের। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো বছর।

তাঁরই নাম আর্শিয়া। আর্শিয়া ভুতু ধারাবাহিক করার পর মুম্বই থেকে ডাক পেয়েছিলেন অভিনয়ের। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো বছর।

3 / 8
এখন ভুতু বেশ বড়। এখন তাঁর সোশ্যাল মিডিয়াতেও এক লাখের বেশি ফলোয়ার। বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত।

এখন ভুতু বেশ বড়। এখন তাঁর সোশ্যাল মিডিয়াতেও এক লাখের বেশি ফলোয়ার। বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত।

4 / 8
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সে। মাঝে মধ্যেই নানা পোস্ট শেয়ার করে থাকে। তবে সব পোস্টের মাঝেই ফিরে ফিরে আসে ভুতু।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সে। মাঝে মধ্যেই নানা পোস্ট শেয়ার করে থাকে। তবে সব পোস্টের মাঝেই ফিরে ফিরে আসে ভুতু।

5 / 8
ভুতু ধারাবাহিক ছাড়াও তাকে দেখা গিয়েছে শ্রীকৃষ্ণ মীরা ধারাবাহিকে। তবে সেই চরিত্র মোটেও ভুতুর মতো জনপ্রিয় হয়নি।

ভুতু ধারাবাহিক ছাড়াও তাকে দেখা গিয়েছে শ্রীকৃষ্ণ মীরা ধারাবাহিকে। তবে সেই চরিত্র মোটেও ভুতুর মতো জনপ্রিয় হয়নি।

6 / 8
ফলে তাঁকে নিয়ে দর্শক মনে সেই পরিমাণ উত্তেজনা আর পাওয়া যায়নি। আজও তাই দর্শকেরা তার লুকে ভুতুকেই খোঁজে।

ফলে তাঁকে নিয়ে দর্শক মনে সেই পরিমাণ উত্তেজনা আর পাওয়া যায়নি। আজও তাই দর্শকেরা তার লুকে ভুতুকেই খোঁজে।

7 / 8
মুখের আদলে বিন্দুমাত্র বদল ঘটেনি। চেহারাতেও সেই মিষ্টি আভাস বর্তমান। তবে বেশ বড় হয়ে গিয়েছে ভুতু। পরিণত তার লুক।

মুখের আদলে বিন্দুমাত্র বদল ঘটেনি। চেহারাতেও সেই মিষ্টি আভাস বর্তমান। তবে বেশ বড় হয়ে গিয়েছে ভুতু। পরিণত তার লুক।

8 / 8
Follow Us: