Sunil Dutt: ১০০ উট চাই, একটা কম হতেই করণের বাবার সঙ্গে কী করেন সুনীল?
Bollywood Gossip: মোটা টাকা পারিশ্রমিক থেকে শুরু করে তাঁর যাবতীয় আবদার রাখার চেষ্টা করতেন সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি যশ জোহরও। সাল ১৯৭১, মুক্তি পেয়েছিল সুনীল দত্তের ছবি রেশমা ও শেরা। সেই ছবির এক দৃশ্যে ১০০ টি উট মজুত রাখার কথা বলেছিলেন সুনীল দত্ত।

পরের দিন তিনি সুনীল দত্তকে জানিয়েছিলেন, তিনি দুঃখিত কারণ তিনি ১০০টা নয় ৯৯টা উট জোগার করেছেন।
- সুনীল দত্ত, ১৯৭০ দশকতে তাঁকে পর্দায় পেতে পরিচালক থেকে শুরু করে প্রযোজক, সকলেই সব কিছু করতে ছিলেন রাজি।
- তাঁর মোটা টাকা পারিশ্রমিক থেকে শুরু করে তাঁর যাবতীয় আবদার রাখার চেষ্টা করতেন সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি যশ জোহরও।
- সাল ১৯৭১, মুক্তি পেয়েছিল সুনীল দত্তের ছবি রেশমা ও শেরা। সেই ছবির এক দৃশ্যে ১০০ টি উট মজুত রাখার কথা বলেছিলেন সুনীল দত্ত।
- হঠ্যাৎ ফোন আসে যশের কাছে। সুনীল জানিয়ে বসেন, তাঁর শুটিং-এর জন্য ১০০টা উট লাগবে, সকলে তাতেই রাজি হয়ে গিয়েছিলেন।
- তখন যশ জোহর কেবল প্রযোজনা অ্যাসিস্টেন্ট ছিলেন। তিনি কোনওভাবে চেষ্টা করে ৯৯টি উট জোগার করেছিলেন।
- পরের দিন তিনি সুনীল দত্তকে জানিয়েছিলেন, তিনি দুঃখিত কারণ তিনি ১০০টা নয় ৯৯টা উট জোগার করেছেন।
- শুনে রীতিমত মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা সকলের সামনে বলে দেন প্যাক আপ, অর্থাৎ শুটিং ইতি, আর শুট হবে না।
- করণ জোহরের কথায়, সেদিন তাঁর বাবা অবাক হয়ে গিয়েছিলেন। বিশ্বাস করতে পারছিলেন না এটা সত্যি ঘটছে, তবে সুনীল দত্তের দাপট এতটাই ছিল।








