একটি গানের জন্য কত পারিশ্রমিক নেন অলকা? সম্পত্তির পরিমাণ চমকে দেবে আপনাকে

Alka Yagnik: সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সাড়ে পাঁচ লাখের কাছাকাছি তাঁর ফলোয়ার। যদিও এখন গান গাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অকলা ইয়াগনির গান মানেই তো নস্ট্যালজিয়া।

| Updated on: Mar 20, 2024 | 9:00 PM
বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অকলা ইয়াগনির গান মানেই তো নস্ট্যালজিয়া। জানেন তিনি ২৫ আলাদা আলাদা ভাষায় গান করতে পারেন।

বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অকলা ইয়াগনির গান মানেই তো নস্ট্যালজিয়া। জানেন তিনি ২৫ আলাদা আলাদা ভাষায় গান করতে পারেন।

1 / 8
হিন্দি, গুজরাতি, মারাঠি, ভোজপুরী, তেলুগু, নেপালি, ওড়িষা, পঞ্জাবি, ভোজপুরী, বাংলা সহ বহু ভাষায় গান করেছেন তিনি। নয়ের দশক থেকে শুরু করে দীপিকার কণ্ঠে আগার তুম সাথ হো...।

হিন্দি, গুজরাতি, মারাঠি, ভোজপুরী, তেলুগু, নেপালি, ওড়িষা, পঞ্জাবি, ভোজপুরী, বাংলা সহ বহু ভাষায় গান করেছেন তিনি। নয়ের দশক থেকে শুরু করে দীপিকার কণ্ঠে আগার তুম সাথ হো...।

2 / 8
বহু অভিনেত্রীর হয়ে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। মাত্র ছয় বছর বয়সে তাঁর এই সফর শুরু।

বহু অভিনেত্রীর হয়ে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। মাত্র ছয় বছর বয়সে তাঁর এই সফর শুরু।

3 / 8
বলিউডে তিনি পা রেখেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। তারপর একে একে হিট গান ক্রমেই তাঁকে জনপ্রিয়তার কেন্দ্রে জায়গা করে দেয়। ১২ লাখ করে পারিশ্রমিক নেন বলেই খবর।

বলিউডে তিনি পা রেখেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। তারপর একে একে হিট গান ক্রমেই তাঁকে জনপ্রিয়তার কেন্দ্রে জায়গা করে দেয়। ১২ লাখ করে পারিশ্রমিক নেন বলেই খবর।

4 / 8
অর্থাৎ একটি গান করতে তিনি প্রায় ১২ লাখের মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। শেষ তিনি কণ্ঠ দিয়েছেন গদর ২ ছবিতে।

অর্থাৎ একটি গান করতে তিনি প্রায় ১২ লাখের মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। শেষ তিনি কণ্ঠ দিয়েছেন গদর ২ ছবিতে।

5 / 8
পাশাপাশি রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে শুরু করে কনসার্ট, মোটা টাকা আয় করে থাকেন তিনি। বহু সিরিজেও গান করে থাকেন তিনি।

পাশাপাশি রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে শুরু করে কনসার্ট, মোটা টাকা আয় করে থাকেন তিনি। বহু সিরিজেও গান করে থাকেন তিনি।

6 / 8
বিভিন্ন ব্র্যান্ড থেকে তাঁর আয় মোটের ওপর ১৬ লাখ টাকা। বছরে গড়ে আয় করে থাকেন তিনি ২ কোটির কাছাকাছি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৮ কোটি টাকা।

বিভিন্ন ব্র্যান্ড থেকে তাঁর আয় মোটের ওপর ১৬ লাখ টাকা। বছরে গড়ে আয় করে থাকেন তিনি ২ কোটির কাছাকাছি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৮ কোটি টাকা।

7 / 8
সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সাড়ে পাঁচ লাখের কাছাকাছি তাঁর ফলোয়ার। যদিও এখন গান গাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সাড়ে পাঁচ লাখের কাছাকাছি তাঁর ফলোয়ার। যদিও এখন গান গাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

8 / 8
Follow Us: