Inside Story: পোশাক নিয়ে সমস্যা কোথায়, খোলসা করার আগে বেফাঁস পরিচালক, সেট ছাড়েন এষা
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Jan 16, 2023 | 7:25 PM
Esha Gupta: প্রতিবাদ করেছিলেন এষা। তাঁর কথায়, তিনি সেটে পৌঁছতেই পরিচালক তাঁকে দেখে হিন্দিতে কিছু বলে ওঠেন।
Jan 16, 2023 | 7:25 PM
এষা গুপ্তা, বরাবরই তিনি তাঁর বোল্ড লুকের জন্য সিনেপাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পাতায়। হটলুকে যেন তিনি চর্চিত, তেমনই আবার পাল্লা দিয়ে তিনি ট্রোলের শিকার হয়ে থাকেন।
1 / 6
ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোজ়েই চোখ আটকে ভক্তদের। তবে অভিনেত্রী তথা মডেল একবার খোদ সমস্যা মুখে পড়েছিলেন পোশাককে নিয়েই। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই অজানা কাহিনি।
2 / 6
বরাবরই ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলার চেষ্টা করে থাকেন তিনি। যাতে তাঁকে নিয়ে তেমন কোনও অভিযোগ মাথা চারা না দেয়। তবে একবার তেমনই এক ঘটনা ঘরে এষার সঙ্গে। যা তিনি মেনে নিতে পারেননি।
3 / 6
স্পষ্টই প্রতিবাদ করেছিলেন এষা। তাঁর কথায়, তিনি সেটে পৌঁছতেই পরিচালক হিন্দিতে কিছু বলে ওঠেন। এরপর এষাকে দেখা মাত্রই চিৎকার করে বলেন- তুমি দেরিতে এলে কেন? মাথা ঠাণ্ডা রেখেই এষা জানান, তিনি দেরি করেননি।
4 / 6
পোশাক নিয়ে সমস্যা হয়েছিল। তিনি সকলের আগে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে পোশাক পরিবর্তন হওয়ায় তিনি দেরি করেন। যে খবরটা জানা ছিল না পরিচালকের। তবে এষার কথা শুনতে তিনি ছিলেন নারাজ।
5 / 6
এষার কথা কানে না তুলে তিনি আবারও চিৎকার করে ওঠেন। পরিচালকের এই ব্যবহার মেনে নিতে পারেননি অভিনেত্রী। সকলের সামনেই মুহূর্তে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।