AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঠিক কী কী কারণে ‘চেহরে’ দেখতে হলে যাবেন দর্শক? ছবিতে দেখুন

অক্ষয় কুমারের 'বেল বটম' মুক্তি পেয়েছে বড় পর্দায়। তারপরই মুক্তি পেতে চলেছে 'চেহরে'। অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী - এই তিন স্টারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ২৭ অগাস্ট ছবিটি মুক্তি পাবে বড় পর্দায়। ছবিকে ঘিরে অনেকদিন ধরেই দর্শকমনে কৌতূহল।

| Edited By: | Updated on: Aug 20, 2021 | 11:00 PM
Share
 দেশের বহু সিনেমা হলে মুক্তি পেয়েছে বেল বটম। দর্শক হলমুখী হয়েছেন। পরের সপ্তাহে আসতে চলেছে চেহরে। এই ছবিকে ঘিরেও উত্তেজনা তুঙ্গে।

দেশের বহু সিনেমা হলে মুক্তি পেয়েছে বেল বটম। দর্শক হলমুখী হয়েছেন। পরের সপ্তাহে আসতে চলেছে চেহরে। এই ছবিকে ঘিরেও উত্তেজনা তুঙ্গে।

1 / 7
যেহেতু হল মুক্তিতে দর্শক ফেরার ব্যাপারে বেল বটম প্রত্যাশা পূরণ করেছে, তাই চেহরের ক্ষেত্রেও আশানুরূপ ফল হতে পারে বলে মনে করছেন নির্মাতা ও হল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

যেহেতু হল মুক্তিতে দর্শক ফেরার ব্যাপারে বেল বটম প্রত্যাশা পূরণ করেছে, তাই চেহরের ক্ষেত্রেও আশানুরূপ ফল হতে পারে বলে মনে করছেন নির্মাতা ও হল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

2 / 7
প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি। রুমি জাফরিও অমিতাভের সঙ্গে চেহরেতেই প্রথম কাজ করলেন।

প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি। রুমি জাফরিও অমিতাভের সঙ্গে চেহরেতেই প্রথম কাজ করলেন।

3 / 7
প্রযোজক আনন্দ পণ্ডিত ও রুমি ইতিমধ্যেই বিগ বির সঙ্গে পরবর্তী ছবির কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।

প্রযোজক আনন্দ পণ্ডিত ও রুমি ইতিমধ্যেই বিগ বির সঙ্গে পরবর্তী ছবির কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।

4 / 7
প্যান্ডেমিকের কারণে বড় পর্দায় বহুদিন অমিতাভের কোনও ছবি মুক্তি পায়নি। গতবছর লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর 'গুলাবো সিতাবো'। ছোটপর্দায় আসছে 'কৌন বনেগা ক্রোড়পতি'ও।

প্যান্ডেমিকের কারণে বড় পর্দায় বহুদিন অমিতাভের কোনও ছবি মুক্তি পায়নি। গতবছর লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর 'গুলাবো সিতাবো'। ছোটপর্দায় আসছে 'কৌন বনেগা ক্রোড়পতি'ও।

5 / 7
ছবিটি একটি সাসপেন্স থ্রিলার। চিত্রনাট্যকার রুমি জাফরি বলেছেন এর আগে তিনি কোনওদিনই এই ধরনের সাসপেন্স থ্রিলারে অভিনয় করেননি।

ছবিটি একটি সাসপেন্স থ্রিলার। চিত্রনাট্যকার রুমি জাফরি বলেছেন এর আগে তিনি কোনওদিনই এই ধরনের সাসপেন্স থ্রিলারে অভিনয় করেননি।

6 / 7
ছবিতে রয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ড্রাগ মামলায় জড়িয়ে পড়েন রিয়া। তাঁকে একপ্রকার ব্রাত্য করেছিল ইন্ডাস্ট্রি। কোনও ছবিতেই সুযোগ পাচ্ছিলেন না। এমনকী, চেহরের টিজার থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল পুরোদমে।

ছবিতে রয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ড্রাগ মামলায় জড়িয়ে পড়েন রিয়া। তাঁকে একপ্রকার ব্রাত্য করেছিল ইন্ডাস্ট্রি। কোনও ছবিতেই সুযোগ পাচ্ছিলেন না। এমনকী, চেহরের টিজার থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল পুরোদমে।

7 / 7