ঐশ্বর্যর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ শাহরুখের, মাশুল গুনতে হয় কঠিন

Aishwarya-Shahrukh: মহব্বতেঁ, 'দেবদাস'-এ অ্যাশ এবং এসআরকে উষ্ণ রোম্যান্স করতে দেখেছিলেন দর্শক। বলিউড চেয়েছিল নতুন জুটি তৈরি করতে। তারপরই ছন্দপতন ঘটে এই জুটির। শাহরুখের সঙ্গে আর কোনও ছবিতে তেমনভাবে রোম্যান্স করতে দেখা যায়নি ঐশ্বর্যকে। শাহরুখের সঙ্গে আরও ৫টি ছবিতে অভিনয় করার কথা ছিল রাই সুন্দরীর।

| Updated on: Jan 13, 2024 | 4:44 PM
'জোশ', 'মহব্বতেঁ', 'দেবদাস'-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং শাহরুখ খান। তারপর আর একসঙ্গে সেভাবে দেখা যায়নি তাঁদের। যদিও বহু বছর পর 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে তাঁদের কাস্ট করেন করণ জোহর।

'জোশ', 'মহব্বতেঁ', 'দেবদাস'-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং শাহরুখ খান। তারপর আর একসঙ্গে সেভাবে দেখা যায়নি তাঁদের। যদিও বহু বছর পর 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে তাঁদের কাস্ট করেন করণ জোহর।

1 / 8
'জোশ' ছবিতে যজম ভাই-বোনের চরিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং শাহরুখ। কিন্তু তারপর থেকেই তাঁদের নায়ক-নায়িকা হিসেবে রুপোলি পর্দায় রোম্যান্স করতে দেখেন দর্শক।

'জোশ' ছবিতে যজম ভাই-বোনের চরিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং শাহরুখ। কিন্তু তারপর থেকেই তাঁদের নায়ক-নায়িকা হিসেবে রুপোলি পর্দায় রোম্যান্স করতে দেখেন দর্শক।

2 / 8
'মহব্বতেঁ', 'দেবদাস'-এ অ্যাশ এবং এসআরকে উষ্ণ রোম্যান্স করতে দেখেছিলেন দর্শক। বলিউড চেয়েছিল নতুন জুটি তৈরি করতে। তারপরই ছন্দপতন ঘটে এই জুটির।

'মহব্বতেঁ', 'দেবদাস'-এ অ্যাশ এবং এসআরকে উষ্ণ রোম্যান্স করতে দেখেছিলেন দর্শক। বলিউড চেয়েছিল নতুন জুটি তৈরি করতে। তারপরই ছন্দপতন ঘটে এই জুটির।

3 / 8
শাহরুখের সঙ্গে আর কোনও ছবিতে তেমনভাবে রোম্যান্স করতে দেখা যায়নি ঐশ্বর্যকে। শাহরুখের সঙ্গে আরও ৫টি ছবিতে অভিনয় করার কথা ছিল রাই সুন্দরীর। সেই তালিকায় ছিল 'বীর জ়ারা' ছবিটিও। ছবির চিত্রনাট্য নাকি লেখা হয়েছিল ঐশ্বর্যর জন্যই।

শাহরুখের সঙ্গে আর কোনও ছবিতে তেমনভাবে রোম্যান্স করতে দেখা যায়নি ঐশ্বর্যকে। শাহরুখের সঙ্গে আরও ৫টি ছবিতে অভিনয় করার কথা ছিল রাই সুন্দরীর। সেই তালিকায় ছিল 'বীর জ়ারা' ছবিটিও। ছবির চিত্রনাট্য নাকি লেখা হয়েছিল ঐশ্বর্যর জন্যই।

4 / 8
কিন্তু সেই ছবি থেকেও তিনি বাদ পড়েন এবং অফার যায় প্রীতি জ়িন্টার কাছে। কিন্তু কেন এমনটা হয়েছিল। এর নেপথ্য়ে নাকি ছিলেন রাই সুন্দরীর একদা প্রেমিক সলমন খান।

কিন্তু সেই ছবি থেকেও তিনি বাদ পড়েন এবং অফার যায় প্রীতি জ়িন্টার কাছে। কিন্তু কেন এমনটা হয়েছিল। এর নেপথ্য়ে নাকি ছিলেন রাই সুন্দরীর একদা প্রেমিক সলমন খান।

5 / 8
শাহরুখ নাকি ঐশ্বর্য এবং সলমনের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করেছিলেন। এবং তার জেরেই নাকি পরপর স্থির হয়ে থাকা ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্য।

শাহরুখ নাকি ঐশ্বর্য এবং সলমনের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করেছিলেন। এবং তার জেরেই নাকি পরপর স্থির হয়ে থাকা ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্য।

6 / 8
বিষয়টি নিয়ে একবার নাকি সিমি গরেওয়ালের শোতে এসেও দুঃখপ্রকাশ করেছিলেন ঐশ্বর্য। বলেছিলেন, "আমি খুবই অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম আমাকে বাদ দেওয়া হয়েছিল।"

বিষয়টি নিয়ে একবার নাকি সিমি গরেওয়ালের শোতে এসেও দুঃখপ্রকাশ করেছিলেন ঐশ্বর্য। বলেছিলেন, "আমি খুবই অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম আমাকে বাদ দেওয়া হয়েছিল।"

7 / 8
ঐশ্বর্য এও বলেছিলেন যে, এ নিয়ে তিনি কোনওদিনও কোনও প্রশ্ন করেননি শাহরুখকে। কারণ, তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন, কোনও মানুষের যদি জবাব দেওয়ার থাকে, তিনি এমনই দেবেন। যিনি দেবেন না, তিনি মনেই করেন না জবাব দেওয়ার প্রয়োজন আছে।

ঐশ্বর্য এও বলেছিলেন যে, এ নিয়ে তিনি কোনওদিনও কোনও প্রশ্ন করেননি শাহরুখকে। কারণ, তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন, কোনও মানুষের যদি জবাব দেওয়ার থাকে, তিনি এমনই দেবেন। যিনি দেবেন না, তিনি মনেই করেন না জবাব দেওয়ার প্রয়োজন আছে।

8 / 8
Follow Us: