Yogasana for Weight Loss: কমবে ভুঁড়ি, গলবে মেদ! এই ৫ যোগাসনই রোগা বানাতে পারে আপনাকে
অংশুমান গোস্বামী | Edited By: Sharath S
Jun 20, 2024 | 6:37 PM
Yogasan Benefits: যোগাসন বিভিন্ন রকম হয়। কিন্তু এর মধ্যে বেশ কিছু যোগা রয়েছে, যেগুলি শরীরের মেদ ঝরাতে দারুণ কার্যকরী। এই ধরনের ব্যায়াম শরীরে বিপাক হারও বৃদ্ধি করতে সাহায্য করে।
1 / 8
ওজন কমাতে ডায়েটে পরিবর্তনের পাশাপাশি ব্যায়াম বা শরীরচর্চা বাধ্যতামূলক। বিভিন্ন জন নিজেদের সুবিধামতো শরীরচর্চা করেন।
2 / 8
কেউ নিয়ম করে হাঁটেন, কেউ করেন জগিং। অনেকে আবার বাড়িতেই করেন ফ্রিহ্যান্ড এক্সারসাইজ। যোগাসন করার অভ্যাসও তৈরি করেন অনেকে।
3 / 8
যোগাসন বিভিন্ন রকম হয়। কিন্তু এর মধ্যে বেশ কিছু যোগা রয়েছে, যেগুলি শরীরের মেদ ঝরাতে দারুণ কার্যকরী। এই ধরনের ব্যায়াম শরীরে বিপাক হারও বৃদ্ধি করতে সাহায্য করে।
4 / 8
সূর্য নমস্কার যে ভাবে করতে তাতে ওজন ঝরে অনেকখানি। সূর্য নমস্কারে জন্য ১২টি ভঙ্গির আসন করতে হয়, তাতে সারা দেহের নড়াচড়া হয়।
5 / 8
বীরভদ্রাসন ওজন কমাতে সহায়ক। এই আসন নিয়মিত করলে পায়ের পেশি মজবুত হয়। কাঁধের শক্তিও বাড়ে। ক্যালোরি খরচও ভালো হয় এই আসনে।
6 / 8
নবাসন যোগাও পেটের মেদ কমাতে খুব ভালো কাজ করে। ভুঁড়ি কমানোর জন্য নবাসন করতে পারেন।
7 / 8
উৎকাটাসন বা চেয়ারের মতো করে যোগা। এই আসন করলে থাই, পায়ের পেশি মজবুত হয়। ওই সব পেশির সহ্যক্ষমতাও বাড়ে।
8 / 8
সেতু বন্ধাসন দেহের নীচের অংশ থেকে মেদ ঝরায়। হ্যামস্ট্রিংয়ের সমস্যাও এই আসনে মিটে যায়। এর পাশাপাশি বুক এবং কাঁধের পেশিকেও শক্ত করে এই যোগাসন।