Child Heart Diseases: জন্ম থেকেই শিশুর হার্টের সমস্যা! কী উপায়ে সমাধান জানুন

Dec 22, 2024 | 1:42 PM

Child Heart Disease: এশিয়ার মানুষদের হার্ট ডিজিজের প্রবণতা বেশি। বিভিন্ন কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধু বয়স্কদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়। এ বার প্রশ্ন আসতেই পারে, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা কি জন্মগত? তা সারানোর উপায় কী? রইল বিশেষজ্ঞর উত্তর।

1 / 8
একাধিক কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়। (Photo Credit: Getty Images)

একাধিক কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়। (Photo Credit: Getty Images)

2 / 8
TV9 Bangla-র হেলথ প্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অতনু সাহা, বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন (নায়ারণা-আরএন টেগোর হসপিটাল)। তিনি জানিয়েছেন বাচ্চাদের হার্টের অসুখ নিয়ে নানা কথা। (Photo Credit: Getty Images)

TV9 Bangla-র হেলথ প্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অতনু সাহা, বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন (নায়ারণা-আরএন টেগোর হসপিটাল)। তিনি জানিয়েছেন বাচ্চাদের হার্টের অসুখ নিয়ে নানা কথা। (Photo Credit: Getty Images)

3 / 8
ডাক্তার অতনু সাহা জানিয়েছেন, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের রোগকে জন্মগত বলা হয়। এই হার্ট ডিজিজে বাচ্চার দোষ নেই। সে এই রোগ নিয়ে জন্মাচ্ছে। এখানে মায়ের ভূমিকা ও জেনেটিক কারণ রয়েছে। (Photo Credit: Getty Images)

ডাক্তার অতনু সাহা জানিয়েছেন, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের রোগকে জন্মগত বলা হয়। এই হার্ট ডিজিজে বাচ্চার দোষ নেই। সে এই রোগ নিয়ে জন্মাচ্ছে। এখানে মায়ের ভূমিকা ও জেনেটিক কারণ রয়েছে। (Photo Credit: Getty Images)

4 / 8
কোনও বাচ্চা যেন সুস্থ ভাবে জন্মগ্রহণ করে, তা তাঁর মা-বাবার দেখার দায়িত্ব। যে মহিলা সন্তান ধারণ করছেন, তাঁর খাদ্যাভাস, জীবনধারা সন্তানের উপর প্রভাব ফেলে।  (Photo Credit: Getty Images)

কোনও বাচ্চা যেন সুস্থ ভাবে জন্মগ্রহণ করে, তা তাঁর মা-বাবার দেখার দায়িত্ব। যে মহিলা সন্তান ধারণ করছেন, তাঁর খাদ্যাভাস, জীবনধারা সন্তানের উপর প্রভাব ফেলে। (Photo Credit: Getty Images)

5 / 8
অনেক বাচ্চাই হার্টের নানা রোগ নিয়ে জন্মায়। কারও কারও হার্টে ব্লকেজ থাকে। যদি সময়মতো মাতৃগর্ভে তা বোঝা যায়, সেক্ষেত্রে সেইমতো চিকিৎসা করা যায়। (Photo Credit: Getty Images)

অনেক বাচ্চাই হার্টের নানা রোগ নিয়ে জন্মায়। কারও কারও হার্টে ব্লকেজ থাকে। যদি সময়মতো মাতৃগর্ভে তা বোঝা যায়, সেক্ষেত্রে সেইমতো চিকিৎসা করা যায়। (Photo Credit: Getty Images)

6 / 8
অনেক বাচ্চার জন্মের এক-দু'বছরের মধ্যে হার্টের অসুখ ধরা পড়ে। তেমনটা হলে তার চিকিৎসা অন্যরকমের হয়। সেক্ষেত্রে খুঁটিয়ে দেখা হয়, সেই বাচ্চার মা-বাবার এবং তাঁদের পরিবারের কেউ হার্টের রোগী কিনা। (Photo Credit: Getty Images)

অনেক বাচ্চার জন্মের এক-দু'বছরের মধ্যে হার্টের অসুখ ধরা পড়ে। তেমনটা হলে তার চিকিৎসা অন্যরকমের হয়। সেক্ষেত্রে খুঁটিয়ে দেখা হয়, সেই বাচ্চার মা-বাবার এবং তাঁদের পরিবারের কেউ হার্টের রোগী কিনা। (Photo Credit: Getty Images)

7 / 8
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন ডাক্তার অতনু সাহার মতে, সন্তানকে এই পৃথিবীতে আনার পরিকল্পনা করার আগে মা-বাবার লাইফস্টাইল, খাদ্যাভাস ঠিক করা দরকার। (Photo Credit: Getty Images)

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন ডাক্তার অতনু সাহার মতে, সন্তানকে এই পৃথিবীতে আনার পরিকল্পনা করার আগে মা-বাবার লাইফস্টাইল, খাদ্যাভাস ঠিক করা দরকার। (Photo Credit: Getty Images)

8 / 8
আগে থেকে যদি কোনও ব্যক্তি যদি নিজের শরীর নিয়ে সচেতন না হন, তা হলে পরবর্তী প্রজন্ম এর ফল ভোগ করবে। অনেক সময় হার্টের সমস্যা ছেলেবেলায় ধরা পড়ে। আবার অনেক সময় বহু পরে। শুধু চিকিৎসা, ওষুধে তা সারে না। তার জন্য সুষম খাদ্যাভাস, শরীরচর্চা, সঠিক ঘুম প্রয়োজন।  (Photo Credit: Getty Images)

আগে থেকে যদি কোনও ব্যক্তি যদি নিজের শরীর নিয়ে সচেতন না হন, তা হলে পরবর্তী প্রজন্ম এর ফল ভোগ করবে। অনেক সময় হার্টের সমস্যা ছেলেবেলায় ধরা পড়ে। আবার অনেক সময় বহু পরে। শুধু চিকিৎসা, ওষুধে তা সারে না। তার জন্য সুষম খাদ্যাভাস, শরীরচর্চা, সঠিক ঘুম প্রয়োজন। (Photo Credit: Getty Images)

Next Photo Gallery