হৃদপিন্ডে আক্রমণ
আজকাল প্রচুর মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। বয়স্কদের তুলনায় কম বয়সীদের মধ্যে এই হার্ট অ্যাটাকের প্রবণতা এখন অনেক বেশি। কোভিড-পরবর্তী সময়ে এই হৃদরোগে আক্রান্ত হওয়ায় ট্রেন্ড অনেকটাই বেড়েছে। ঠিক সময়ে সতর্ক হতে পারলে প্রাণ বাঁচানো সম্ভব হয়। করোনারি আর্টারির মাধ্যমে হার্টে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছয়। এবার যদি কোনও কারণে রক্তনালী ব্লক হয়ে যায়, তাহলে সেখানে রক্তপ্রবাহ বাধা পায়। সেই কারণেই হার্ট অ্যাটাকের পরিস্থিতি তৈরি হয়। আজকাল শরীরচর্চার সুযোগ বড় কম, অধিকাংশই নিজের শরীর নিয়ে সচেতন নন। সেই সঙ্গে বেশি ক্যালোরির খাবার খান। বাড়ির বাইরের প্যাকেটজাত খাবার দৈনন্দিনের লাইফস্টাইলের নিত্য সঙ্গী। অনেক বেশি খাওয়া হয় এই ধরনের প্যাকেটজাত খাবার। আর এই কারণেই ফ্যাট জমতে শুরু করে রক্তনালীর দেওয়ালে। বাঁ হাতে ব্যথা হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। সেই সঙ্গে বুকে ব্যথা, বুকে চাপ লাগা এসব তো থাকেই। হার্ট অ্যাটাকের আরও কিছু লক্ষণ থাকে। যেমন: বুকে ব্যথা (বুকের মাঝখানে ব্যথা, বুকের বাঁ দিকে ব্যথা হতে পারে), শ্বাসকষ্ট হতে পারে, একটু হাঁটলে বা সিঁড়ি ভাঙলেই বুকে চাপ লাগা,