রাস্তায় বেরলে ট্রাফিক আইন মানা বাধ্যতামূলক। ট্রাফিক আইন ভাঙলেই পুলিশ জরিমানা করতে পারে।
তবে ট্রাফিক আইন নিয়ে অনেকের মনেই স্পষ্ট ধারণা নেই। এই যেমন অনেকেরই প্রশ্ন থাকে, একবার পুলিশ চালান কাটলে, তারপর ওই দিনে কি আর দ্বিতীয়বার ফাইন করতে পারে?
অনেকেরই ধারণা, একবার চালান ইস্যু হলে, দ্বিতীয়বার আর চালান কাটা যায় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।
দিনে একাধিক আইন ভাঙলে, পুলিশও একাধিকবার জরিমানা করতে পারে। তবে এক ভুল বা অপরাধের জন্য পুলিশ একদিনে বারবার জরিমানা করতে পারে না।
ধরুন, আপনি হেলমেট না পরে বাইক চালাচ্ছেন। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ দিনে একবারই জরিমানা করতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয়বার চালান কাটা যায় না।
আবার হেলমেট না পরার জন্য একবার জরিমানা হওয়ার পর যদি আপনি সিগন্যাল ভাঙেন বা অতিরিক্ত গতিতে বাইক চালান, তবে পুলিশ ফের জরিমানা করতে পারে।
একইভাবে সিটবেল্ট না পরার জন্য যেমন জরিমানা হতে পারে, তেমনই ওভারস্পিডিং বা মদ্যপান করে গাড়ি চালানোর জন্য ফের জরিমানা হতে পারে।
তাই ট্রাফিক আইন ভাঙার আগে দশবার করে ভাবুন। নাহলে একদিনেই একাধিকবার মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।