AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Home Names: বলি তারকাদের বাড়ি ও বাড়ির নাম; অর্থ জানেন প্রত্যেকটির?

Bollywood Homes: তারকাদের মতোই জনপ্রিয় তাঁদের প্রত্যেকের বাড়ি। মুম্বইয়ে অবস্থিত সেই সমস্ত প্রাসাদ সম বাড়ি পর্যটকদের দেখার জায়গাও।

| Updated on: Nov 10, 2022 | 8:56 PM
Share
ঋষি কাপুর চলে যাওয়ার পর পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। সমস্তটা ভুলেই আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পরিবার। শোক ভুলে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর ও আলিয়া।

ঋষি কাপুর চলে যাওয়ার পর পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। সমস্তটা ভুলেই আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পরিবার। শোক ভুলে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর ও আলিয়া।

1 / 5
অমিতাভ বচ্চনের সাধের বাড়ির নাম প্রতিক্ষা। এই বাংলোটির মালিক কেবলই অমিতাভ। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন এই বাড়ির নামকরণ করেছিলেন। হরিবংশের একটি লেখা থেকে নাম নেওয়া হয়েছে।

অমিতাভ বচ্চনের সাধের বাড়ির নাম প্রতিক্ষা। এই বাংলোটির মালিক কেবলই অমিতাভ। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন এই বাড়ির নামকরণ করেছিলেন। হরিবংশের একটি লেখা থেকে নাম নেওয়া হয়েছে।

2 / 5
কাজল ও অজয় দেবগণের জুহুর বিলাশবহুল বাংলোর নাম 'শিবশক্তি'। যেহেতু অজয় শিবের ভক্ত তাই এই বাড়ির নাম দেবাদিদেবের নামেই।

কাজল ও অজয় দেবগণের জুহুর বিলাশবহুল বাংলোর নাম 'শিবশক্তি'। যেহেতু অজয় শিবের ভক্ত তাই এই বাড়ির নাম দেবাদিদেবের নামেই।

3 / 5
৪ বছর ধরে তাঁর স্বপ্নের অট্টালিকাকে মনের মতো প্রস্তুত করেছিলেন শাহরুখ খান। বাংলোর নাম সকলেই জানেন - মন্নত। তাঁর 'ইয়েস বস' ছবির একটি গানের শুটিংও হয়েছে এই বাংলোর সামনেই। তিনি এই বাড়িটি তাঁর গর্ভবতী স্ত্রী গৌরীকে উপহার দিতে চেয়েছিলেন। মনে-মনে বলেছিলেন, যদি তাঁর কন্যা হয় তাঁর নাম রাখবেন মন্নত না হলে সুহানা। শেষমেশ মেয়ের নাম হল সুহানা এবং বাংলোর প্লেটে বসল মন্নত নাম।

৪ বছর ধরে তাঁর স্বপ্নের অট্টালিকাকে মনের মতো প্রস্তুত করেছিলেন শাহরুখ খান। বাংলোর নাম সকলেই জানেন - মন্নত। তাঁর 'ইয়েস বস' ছবির একটি গানের শুটিংও হয়েছে এই বাংলোর সামনেই। তিনি এই বাড়িটি তাঁর গর্ভবতী স্ত্রী গৌরীকে উপহার দিতে চেয়েছিলেন। মনে-মনে বলেছিলেন, যদি তাঁর কন্যা হয় তাঁর নাম রাখবেন মন্নত না হলে সুহানা। শেষমেশ মেয়ের নাম হল সুহানা এবং বাংলোর প্লেটে বসল মন্নত নাম।

4 / 5
রামায়ণের চরিত্রের নাম শত্রুঘ্ন। অভিনেতারও তাই নাম - শত্রুঘ্ন সিনহা। বাড়ির নাম রেখেছেন রামায়ণ। সেই বাড়িতেই স্ত্রী পুনম, দুই ছেলে লাভ, কুশ এবং কন্যা সোনাক্ষীর সঙ্গে থাকেন অভিনেতা। রামায়ণের গল্পের মতোই শত্রুঘ্নর তিনজন ভাই আছেন - রাম, লক্ষণ এবং ভরত। হিন্দুদের মহাকাব্যটির সঙ্গে মিলে গিয়েছে এই পরিবার,  তাই বাড়িরও তেমনই নাম।

রামায়ণের চরিত্রের নাম শত্রুঘ্ন। অভিনেতারও তাই নাম - শত্রুঘ্ন সিনহা। বাড়ির নাম রেখেছেন রামায়ণ। সেই বাড়িতেই স্ত্রী পুনম, দুই ছেলে লাভ, কুশ এবং কন্যা সোনাক্ষীর সঙ্গে থাকেন অভিনেতা। রামায়ণের গল্পের মতোই শত্রুঘ্নর তিনজন ভাই আছেন - রাম, লক্ষণ এবং ভরত। হিন্দুদের মহাকাব্যটির সঙ্গে মিলে গিয়েছে এই পরিবার, তাই বাড়িরও তেমনই নাম।

5 / 5