AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেত্রী বা মডেল নন, এই নারীকেই প্রথম দেখায় মন দিয়েছিলেন পুষ্পা আল্লু

Allu Arjun relationship: কিন্তু দুজনেই স্থির করেছিলেন, তাঁরা একে অন্যকে ছাড়া থাকবেন না। দুজন দুজনের হাত ছাড়বেন না। ফলে তাঁরা স্থির করেন পরিবারের সঙ্গে আরও একবার কথা বলবেন। তাতে অশান্তি থামে না...

| Updated on: Jan 15, 2024 | 4:57 PM
Share
আল্লু অর্জুন। এখন তিনি গোটা দেশের ক্রাশ। তাঁকে মন দিয়েছেন হাজার হাজার মহিলা। কিন্তু আল্লু অর্জুন একটা সময় কোনও এক পরিবারের চোখে ছিলেন বাতিল।

আল্লু অর্জুন। এখন তিনি গোটা দেশের ক্রাশ। তাঁকে মন দিয়েছেন হাজার হাজার মহিলা। কিন্তু আল্লু অর্জুন একটা সময় কোনও এক পরিবারের চোখে ছিলেন বাতিল।

1 / 8
অভিনেতা বিবাহিত। তবে তাঁর জীবনে প্রেমপর্বে চমক নেহাতই কম নয়। ঠিক যেন সিনেমার স্ক্রিপ্ট। ভালবেসে ফেলেছিলেন স্নেহা রেড্ডিকে। না, তিনি কোনও মডেল কিংবা অভিনেত্রী নন।

অভিনেতা বিবাহিত। তবে তাঁর জীবনে প্রেমপর্বে চমক নেহাতই কম নয়। ঠিক যেন সিনেমার স্ক্রিপ্ট। ভালবেসে ফেলেছিলেন স্নেহা রেড্ডিকে। না, তিনি কোনও মডেল কিংবা অভিনেত্রী নন।

2 / 8
এক পার্টিতে তাঁদের প্রথম আলাপ। প্রথম দেখাতেই দুজন দুজনকে ভালবেসে ফেলেছিলেন। কিছুক্ষণের মধ্যেই চোখে চোখে প্রেম। যাকে বলে প্রথম দেখায় প্রেম।

এক পার্টিতে তাঁদের প্রথম আলাপ। প্রথম দেখাতেই দুজন দুজনকে ভালবেসে ফেলেছিলেন। কিছুক্ষণের মধ্যেই চোখে চোখে প্রেম। যাকে বলে প্রথম দেখায় প্রেম।

3 / 8
কিন্তু জানেন কি আল্লুকে মেনে নিতে পারেননি স্নেহার পরিবার। বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। বারবার পরিবারের কাছে করেছিলেন অনুরোধ।

কিন্তু জানেন কি আল্লুকে মেনে নিতে পারেননি স্নেহার পরিবার। বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। বারবার পরিবারের কাছে করেছিলেন অনুরোধ।

4 / 8
কিন্তু দুজনেই স্থির করেছিলেন, তাঁরা একে অন্যকে ছাড়া থাকবেন না। দুজন দুজনের হাত ছাড়বেন না। ফলে তাঁরা স্থির করেন পরিবারের সঙ্গে আরও একবার কথা বলবেন।

কিন্তু দুজনেই স্থির করেছিলেন, তাঁরা একে অন্যকে ছাড়া থাকবেন না। দুজন দুজনের হাত ছাড়বেন না। ফলে তাঁরা স্থির করেন পরিবারের সঙ্গে আরও একবার কথা বলবেন।

5 / 8
তেমনটাই হয়। পরিবারের সকলে রাজি হয়েছিলেন একে অন্যের সঙ্গে কথা বলতে। তারপরই সবটা পাল্টে যায়। পাল্টে যায় পরিবারের মতামতও।

তেমনটাই হয়। পরিবারের সকলে রাজি হয়েছিলেন একে অন্যের সঙ্গে কথা বলতে। তারপরই সবটা পাল্টে যায়। পাল্টে যায় পরিবারের মতামতও।

6 / 8
সকলেই রাজি হয়ে যান এই বিয়েতে। তারপরই ঘর বাঁধেন জুটি। একে অন্যের সঙ্গে সংসার করা শুরু করেন। এখন তাঁদের দুই সন্তান। আল্লু এখন গর্বের জামাই।

সকলেই রাজি হয়ে যান এই বিয়েতে। তারপরই ঘর বাঁধেন জুটি। একে অন্যের সঙ্গে সংসার করা শুরু করেন। এখন তাঁদের দুই সন্তান। আল্লু এখন গর্বের জামাই।

7 / 8
এখন তিনি ব্যস্ত রয়েছেন পুষ্পা ২ ছবির শুট নিয়ে। সেই কাজেই মন দিয়েছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার কাঁধে এখন দায়িত্ব অনেক বেশি।

এখন তিনি ব্যস্ত রয়েছেন পুষ্পা ২ ছবির শুট নিয়ে। সেই কাজেই মন দিয়েছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার কাঁধে এখন দায়িত্ব অনেক বেশি।

8 / 8