Warts Care: আঁচিলের সমস্যা থেকে মুক্তি পান নিমেষে, রইল উপায়

warts: অ্যালোভেরা জেল ব্যবহার করলেও কাজ হবে। কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে আঁচিলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

| Edited By: | Updated on: Aug 14, 2023 | 9:00 AM
আঁচিলের সমস্যায় ভোগেন অনেকেই। ঘাড়ে, হাতে, গলায় শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল গজিয়ে ওঠে।

আঁচিলের সমস্যায় ভোগেন অনেকেই। ঘাড়ে, হাতে, গলায় শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল গজিয়ে ওঠে।

1 / 8
 যা দেখতে খারাপই দেখায়। আর এই আঁচিল কোনওভাবে পড়ে গেলে সেই স্থান থেকে প্রবল রক্তপাত হয়।

যা দেখতে খারাপই দেখায়। আর এই আঁচিল কোনওভাবে পড়ে গেলে সেই স্থান থেকে প্রবল রক্তপাত হয়।

2 / 8
এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। যা মানলেই আঁচিলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। জানুন বেশ কিছু উপায়...

এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। যা মানলেই আঁচিলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। জানুন বেশ কিছু উপায়...

3 / 8
আঁচিলের সমস্য়া থেকে মুক্তি দেয় টি ট্রি অয়েল। ক্য়াস্টর অয়েলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে আঁচিলে লাগান। উপকার পাবেন।

আঁচিলের সমস্য়া থেকে মুক্তি দেয় টি ট্রি অয়েল। ক্য়াস্টর অয়েলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে আঁচিলে লাগান। উপকার পাবেন।

4 / 8
আঁচিলের সমস্যায় কাজে লাগে ভিটামিন ই ক্যাপসুলও। একটি ভিটমিন ই ক্যাপসুল নিন। এর নির্যাস বের করে আঁচিলে লাগিয়ে সারারাত রেখে দিন। ফল পাবেন।

আঁচিলের সমস্যায় কাজে লাগে ভিটামিন ই ক্যাপসুলও। একটি ভিটমিন ই ক্যাপসুল নিন। এর নির্যাস বের করে আঁচিলে লাগিয়ে সারারাত রেখে দিন। ফল পাবেন।

5 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার। তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে আঁচিলে লাগান।

এছাড়া ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার। তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে আঁচিলে লাগান।

6 / 8
অ্যালোভেরা জেল ব্যবহার করলেও কাজ হবে। কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে আঁচিলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল ব্যবহার করলেও কাজ হবে। কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে আঁচিলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

7 / 8
এই উপায়ে যদি কাজ না হয় তবে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিন। এবং তার কথা মতো চিকিৎসা করান।

এই উপায়ে যদি কাজ না হয় তবে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিন। এবং তার কথা মতো চিকিৎসা করান।

8 / 8
Follow Us: