AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan Controversy: এ কী করে বসলেন হৃত্বিক, দেখা মাত্রই কৃষকে নেটিজ়েনদের চোখ রাঙানি ‘ভুলে যাবেন না…’

Social Media Trolling: তাই বলে এমন ব্যবহার? সম্প্রতি হৃত্বিক রোশনকে ঘিরে এমনই বিতর্ক উঠল তুঙ্গে।

| Edited By: | Updated on: Dec 03, 2022 | 11:34 AM
Share
কথায় বলে স্বপ্নের তারকা, অর্থাৎ, সাধারণের স্বপ্নেতেই যাঁদের বাস। সেলিব্রিটি মানেই তাঁদের নিয়ে সাধারমের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। পরতে-পরতে তাঁদের বিষয় কৌতুহল যেন বাড়তেই থাকে ভক্তদের। একটু কাছ থেকে দেখার আশা, একটা ছবি তোলার ইচ্ছে অনেকের মনেই দেখা দেয়। আর সেই দাবি করাতে কোনও ভুল নেই বলেই মনে করেন এক শ্রেণীর সেলেবরা।

কথায় বলে স্বপ্নের তারকা, অর্থাৎ, সাধারণের স্বপ্নেতেই যাঁদের বাস। সেলিব্রিটি মানেই তাঁদের নিয়ে সাধারমের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। পরতে-পরতে তাঁদের বিষয় কৌতুহল যেন বাড়তেই থাকে ভক্তদের। একটু কাছ থেকে দেখার আশা, একটা ছবি তোলার ইচ্ছে অনেকের মনেই দেখা দেয়। আর সেই দাবি করাতে কোনও ভুল নেই বলেই মনে করেন এক শ্রেণীর সেলেবরা।

1 / 5
তবে সকলের ইচ্ছে সমান নয়, সকলেই সমানভাবে পরিস্থিতিতে গ্রহণ করতে পারে না। উল্টোটাও তেমনই সত্যি, ভক্তদের যদি অবাধে সেলেবদের সঙ্গে সাক্ষাৎ-তের সুযোগ করে দেওয়া হয়, তবে সেক্ষেত্রেও বিপদ বর্তমান। ভিড় সামাল দেওয়া বেজায় কঠিন হয়ে দাঁড়ায়।

তবে সকলের ইচ্ছে সমান নয়, সকলেই সমানভাবে পরিস্থিতিতে গ্রহণ করতে পারে না। উল্টোটাও তেমনই সত্যি, ভক্তদের যদি অবাধে সেলেবদের সঙ্গে সাক্ষাৎ-তের সুযোগ করে দেওয়া হয়, তবে সেক্ষেত্রেও বিপদ বর্তমান। ভিড় সামাল দেওয়া বেজায় কঠিন হয়ে দাঁড়ায়।

2 / 5
তাই বলে এমন ব্যবহার? সম্প্রতি হৃত্বিক রোশনকে ঘিরে এমনই বিতর্ক উঠল তুঙ্গে। এক ভক্ত তাঁর সঙ্গে একটি সেলফি তোলার জন্য এগিয়ে আসলে, তিনি পাশ কাটিয়ে এড়িয়ে চলে যান। তা দেখা মাত্রই মেজাজ হারাল নেটপাড়া।

তাই বলে এমন ব্যবহার? সম্প্রতি হৃত্বিক রোশনকে ঘিরে এমনই বিতর্ক উঠল তুঙ্গে। এক ভক্ত তাঁর সঙ্গে একটি সেলফি তোলার জন্য এগিয়ে আসলে, তিনি পাশ কাটিয়ে এড়িয়ে চলে যান। তা দেখা মাত্রই মেজাজ হারাল নেটপাড়া।

3 / 5
নেটিজ়েনদের স্পষ্ট মতামত- ভুলে যাবেন না এদের জন্যই আজ আপনারা মাথায় উঠেছেন। বহুস্টারকে এমনটা মনে করিয়ে দিতে দেখা যায় নেটিজ়েনদের। যদিও এই বিষয় বারে বারে প্রশংসিত হয়ে থাকেন দক্ষিণী স্টারেরা।

নেটিজ়েনদের স্পষ্ট মতামত- ভুলে যাবেন না এদের জন্যই আজ আপনারা মাথায় উঠেছেন। বহুস্টারকে এমনটা মনে করিয়ে দিতে দেখা যায় নেটিজ়েনদের। যদিও এই বিষয় বারে বারে প্রশংসিত হয়ে থাকেন দক্ষিণী স্টারেরা।

4 / 5
হৃত্বিক খুব একটা ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করার তালিকায় নাম লেখাননি অতীতে। তবে সম্প্রতি তাঁর ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়, ভক্তদের এভাবে এড়িয়ে যাওয়ার অর্থ বাস্তবকে ভুলে যাওয়া, যে একদিন তাঁরাই স্টার করে তুলেছিলেন তাঁকে।

হৃত্বিক খুব একটা ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করার তালিকায় নাম লেখাননি অতীতে। তবে সম্প্রতি তাঁর ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়, ভক্তদের এভাবে এড়িয়ে যাওয়ার অর্থ বাস্তবকে ভুলে যাওয়া, যে একদিন তাঁরাই স্টার করে তুলেছিলেন তাঁকে।

5 / 5