বরাবরই ফিটবডি, পারফেক্ট লুকে যিনি চর্চিত সেই হৃত্বিক রোশনকে নিয়ে চর্চা সিনেপাড়ায় সর্বদাই তুঙ্গে থাকে। বরাবরই তিনি ভক্তমনে ঝড় তুলে থাকেন। তবে সেই হৃত্বিক রোশনই নাকি মানসিক অবসাদে?
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিক রোশন জানান, যে তিনি প্রায়ই অনুভব করতেন যে তিনি ওয়ার ছবির শুটিং করতে গিয়ে মারা যাবেন। তিনি আরও বলেন, এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র নিতে মোটেও প্রস্তুত ছিলেন না।
এমন কি ওয়ার ছবির পর রীতিমত মানসিক অবসাদে ভুগেছিলেন তিনি। সুপার ৩০ তাঁর কাছে কাম ব্যাক ছবির মতোই। প্রতিটা পদে পদে এই ছবি তাঁকে চর্চার কেন্দ্রে এনে দিয়েছিল। তারপর ওয়ার ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়।
তবে নিজের শারীরিক ফিটনেস নিয়ে কোনও দিনই ঝুঁকি নিতে পছন্দ করেন না হৃত্বিক রোশন। সম্প্রতি তাঁর ফিটনেস লুকে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। যা দেখে এক কথায় সকলের চক্ষু চড়কগাছ।
তবে এবার তিনি মাঠে নামতে প্রস্তুত। বিক্রম বেধা ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি বলে তিনি দ্বিগুণ দাপটের সঙ্গে নিজেকে উজার করে দিতে চলেছেন ফাইটার ফ্লোরে। তেমনটাই জানান স্টার।