
দুবাইতে বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। তারই মাঝে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে মুম্বইয়ে নিজের এক অ্যাপার্টমেন্ট হঠাৎ ভাড়া দিলেন হিটম্যান।

মুম্বইয়ের লোয়ার পারেলে রোহিত শর্মার একটি ১২৯৮ স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট রয়েছে। সেটিই আপাতত ভাড়া দিয়েছেন তিনি।

রোহিত শর্মার ওই অ্যাপার্টমেন্টটি লোধা গ্রুপের প্রোজেক্ট। সেটি রয়েছে লোধা মারকুইশ বিল্ডিংয়ের ৪৫তম ফ্লোরে।

ওই ফ্ল্যাটটি ২০১৩ সালে রোহিত এবং তাঁর বাবা গুরুনাথ শর্মা ৫.৪৫ লক্ষ টাকায় একসঙ্গে কিনেছিলেন। ১২৯৮ স্কোয়ার ফুটের ওই অ্যাপার্টমেন্টে ২টি পার্কিং স্পেস রয়েছে।

Square Yards-এর রিপোর্ট অনুযায়ী, প্রতি মাসে ওই অ্যাপার্টমেন্ট থেকে ২.৬ লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন রোহিত শর্মা।

উল্লেখ্য, এই প্রথম বার রোহিত শর্মা তাঁর কোনও অ্যাপার্টমেন্ট ভাড়া দিচ্ছেন, তা নয়। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রোহিত ও তাঁর বাবা অপর একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছিলেন।

এর আগে রোহিত ও তাঁর বাবা যে অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছিলেন, সেখান থেকে তাঁরা প্রতি মাসে পেতেন ২.৬৫ লক্ষ টাকা।

মুম্বইয়ের অন্যতম প্রধান স্থান লোয়ার পারেল। সেখানে বাণিজ্যিক হাব থেকে শুরু করে সব অত্যাধুনিক বাসযোগ্য জিনিসপত্র রয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই কারণেই রোহিত সেখানে প্রপাটি কিনতে আগ্রহী হয়েছিলেন।