Vastu Tips For Home: সংসারে নিত্য কলহ-অর্থভাব? বাড়ির ঠিক এদিকে কাঁঠাল গাছ থাকলে আজই কেটে ফেলুন
Vastusashtra: বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে বা বাড়ির চারিপাশে একটি কাঁঠাল গাছ থাকে, তাহলে মোটেও তা মঙ্গল নয়। বাড়ির চারিপাশে আম-জাম-কাঁঠাল ফলের গাছ থাকা ভাল। কিন্তু বাস্তু হিসেবে কাঁঠাল গাছ সুবিধেজনক নয়। বাড়ির কোন দিকে কাঁঠাল গাছ দ্রুত কেটে ফেলে দেওয়া উচিত, তা বাস্তুশাস্ত্র মেনে চলুন...

কাঁঠাল গাছ সবসময় ঘর থেকে অন্তত ১০ ফুট দূরে পোঁতা। তবে মাটিতে পোঁতার আগে, অবশ্যই মনে রাখতে হবে, সর্বদা বাড়ির উত্তর-পশ্চিম দিকে থাকা উচিত। বাস্তু অনুসারে, এদিকে বসানো হলে সম্পদ-সমৃদ্ধির সঙ্গে জড়িত। তাই এদিকে কাঁঠাল গাছ লাগালে আর্থিক লাভ হবে।
- বাড়ির অন্দরের জিনিসপত্র যেমন বাস্তু নির্দেশ করে, তেমনি বাড়ির চারিপাশে থাকা নানা গাছপালাও বাস্তদোষের কারণ হয়ে দাঁড়ায়। আম-জাম-কাঁঠাল থাকাটাও বাস্তুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আর গরম কাল মানেই আম, জাম, কাঁঠাল, তরমুজের মত রসাল ফলের মরসুম।
- বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে বা বাড়ির চারিপাশে একটি কাঁঠাল গাছ থাকে, তাহলে মোটেও তা মঙ্গল নয়। বাড়ির চারিপাশে আম-জাম-কাঁঠাল ফলের গাছ থাকা ভাল। কিন্তু বাস্তু হিসেবে কাঁঠাল গাছ সুবিধেজনক নয়। বাড়ির কোন দিকে কাঁঠাল গাছ দ্রুত কেটে ফেলে দেওয়া উচিত, তা বাস্তুশাস্ত্র মেনে চলুন…
- গ্রীষ্মের অন্যতম ফল হল কাঁঠাল। এটি এমন একটি ফল, যা কাঁচা এবং পাকা- দুই অবস্থাতেই খাওয়া যায় এবং দুই অবস্থায় দু-রকম স্বাদ। কাঁচা অবস্থায় এটি সবজি, এঁচোড় এবং পাকা হলে হয়ে যায় কাঁঠাল ফল
- যদি বাড়ির পূর্ব দিকে একটি কাঁঠাল গাছ থাকে, তাহলে তা স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ এই দিকটি হল সূর্যদেবতার দিক। উত্তর দিকে কাঁঠাল গাছ লাগালে পরিবারে সুখ শান্তি নিশ্চিত হবেই হবে।
- এছাড়া বাড়িতে যদি কোনও কাঁঠাল গাছ থাকে তবে আজই কেটে ফেলুন, নাহলে গোটা সংসারের জন্য সমস্যা তৈরি করতে পারে। বাস্তুদোষের কারণে সংসার ছাড়খার হতে পারে। অর্থাভাব, নিত্য কলহ চলতেই থাকবে।
- বিশেষজ্ঞের মতে, এঁচোড় বা কাঁঠালে একাধিক পুষ্টিগুণ থাকলেও সকলের জন্য এটা উপকারী নাও হতে পারে। কয়েকটি শারীরিক সমস্যা থাকলে পাকা এঁচোড় অর্থাৎ কাঁঠাল খাওয়া একেবারে উচিত নয়, হতে পারে মারাত্মক
- কাঁঠাল গাছ সবসময় ঘর থেকে অন্তত ১০ ফুট দূরে পোঁতা। তবে মাটিতে পোঁতার আগে, অবশ্যই মনে রাখতে হবে, সর্বদা বাড়ির উত্তর-পশ্চিম দিকে থাকা উচিত। বাস্তু অনুসারে, এদিকে বসানো হলে সম্পদ-সমৃদ্ধির সঙ্গে জড়িত। তাই এদিকে কাঁঠাল গাছ লাগালে আর্থিক লাভ হবে।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?








