Rekha: রেখার মতোন উজ্জ্বল ও নিখুঁত ত্বক পেতে চান? কেমন ফেসপ্যাক ব্যবহার করেন, জানুন…

বলিউডের বহু অভিনেত্রী রয়েছেন,যাঁরা এভারগ্রিনের তালিকায় পড়েন। সেইসব বিশিষ্ট ও সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রেখা হলেন অন্যতম।

| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:28 AM
ভারী ও দামী কাঞ্জিভরম শাড়ি, সোনার হয়না, আইকনিক সিঁদুর, গজরা পরিহিত চুলের স্টাইলে সকলের হৃদয় চুরি করে নিয়েছেন তিনি। মেকআপ ও স্টাইল স্টেটমেন্টে তো মন জয় করে নিয়েছেনই, এবার ত্বকের পরিচর্চায় তিনি যা যা করেন, তা জেনে আপনিও মুগ্ধ হবেন।

ভারী ও দামী কাঞ্জিভরম শাড়ি, সোনার হয়না, আইকনিক সিঁদুর, গজরা পরিহিত চুলের স্টাইলে সকলের হৃদয় চুরি করে নিয়েছেন তিনি। মেকআপ ও স্টাইল স্টেটমেন্টে তো মন জয় করে নিয়েছেনই, এবার ত্বকের পরিচর্চায় তিনি যা যা করেন, তা জেনে আপনিও মুগ্ধ হবেন।

1 / 7
১৯৬৬ সালে রঙ্গুলা রাতনাম সিনেমা দিয়ে প্রথম অভিনয় জগতে প্রবেশ। উজ্জ্বল ও সুন্দরী তো বটেই তীক্ষ্ণ অভিনয় প্রতিভা দিয়ে দর্শকমনে দাগ কেটে যান।

১৯৬৬ সালে রঙ্গুলা রাতনাম সিনেমা দিয়ে প্রথম অভিনয় জগতে প্রবেশ। উজ্জ্বল ও সুন্দরী তো বটেই তীক্ষ্ণ অভিনয় প্রতিভা দিয়ে দর্শকমনে দাগ কেটে যান।

2 / 7
উজ্জ্বল ও নিখুঁত ত্বকের রহস্যটা কী ? ত্বকের পরিচর্চার জন্য কী কী উপাদান ব্যবহার করেন, তা জানার জন্য কৌতূহলী সকলেই।

উজ্জ্বল ও নিখুঁত ত্বকের রহস্যটা কী ? ত্বকের পরিচর্চার জন্য কী কী উপাদান ব্যবহার করেন, তা জানার জন্য কৌতূহলী সকলেই।

3 / 7
ত্বককে সুস্থ ও সতেজ রাখতে পার্লারে নয়, বরং রান্নাঘরের উপকরণের উপরই ভরসা রাখেন তিনি। ত্বককে পরিস্কার করতে, ময়েশ্চারজইড রাখতে তিনি হোমমেড প্রতিকারকেই বেছে নিয়েছেন।

ত্বককে সুস্থ ও সতেজ রাখতে পার্লারে নয়, বরং রান্নাঘরের উপকরণের উপরই ভরসা রাখেন তিনি। ত্বককে পরিস্কার করতে, ময়েশ্চারজইড রাখতে তিনি হোমমেড প্রতিকারকেই বেছে নিয়েছেন।

4 / 7
মধু- ত্বকের শুষ্কতা মধু আপনার ত্বকের প্রয়োজন। দুই টেবিল চামচ দই এবং এক টেবিল চামচ মধু একসঙ্গে মিশ্রণ করে ত্বকে ১০-১২ মিনিট রেখে দিন। এটি একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ব্রণ এবং ব্রণের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত।

মধু- ত্বকের শুষ্কতা মধু আপনার ত্বকের প্রয়োজন। দুই টেবিল চামচ দই এবং এক টেবিল চামচ মধু একসঙ্গে মিশ্রণ করে ত্বকে ১০-১২ মিনিট রেখে দিন। এটি একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ব্রণ এবং ব্রণের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত।

5 / 7
ডিম- ব্রণর জন্য উপযুক্ত উপাদান। ডিমের হলুদ অংশ বা কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ নিয়ে ব্রাশের মতো ব্যবহার করতে পারেন। নাকের চারপাশে, চিবুকেতে প্রয়োগ করলে আপনি উপকার পাবেন।

ডিম- ব্রণর জন্য উপযুক্ত উপাদান। ডিমের হলুদ অংশ বা কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ নিয়ে ব্রাশের মতো ব্যবহার করতে পারেন। নাকের চারপাশে, চিবুকেতে প্রয়োগ করলে আপনি উপকার পাবেন।

6 / 7
দই- ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং রোদে পোড়া থেকেও মুক্তি দেয়। ভাল ফলাফলের জন্য এক চিমটি হলুদ যোগ করতে পারেন। চোখে শসা যোগ করুন এবং এই ফেসপ্যাকটি প্রয়োগ করতে পারেন।

দই- ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং রোদে পোড়া থেকেও মুক্তি দেয়। ভাল ফলাফলের জন্য এক চিমটি হলুদ যোগ করতে পারেন। চোখে শসা যোগ করুন এবং এই ফেসপ্যাকটি প্রয়োগ করতে পারেন।

7 / 7
Follow Us: