Birthday Girl Farah Khan: সূঁচে ভয় পান ফারহা, জানুন তাঁর সম্পর্কে আরও কিছু অজানা কথা

কোরিওগ্রাফিতে আত্মপ্রকাশ 'জো জিতা উওহি সিকন্দর' ছবির হাত ধরে। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ফারহা খানকে। ছবি পরিচালনা করেও নিজেকে প্রমাণ করেছেন। করেছেন অভিনয়ও। আজও এক ঝড়ের নাম ফারহা খান। হাসিখুশি, স্পষ্টবাদী ফারহার আজ জন্মদিন।

| Edited By: | Updated on: Jan 09, 2022 | 6:44 PM
মাত্র ৫ বছর বয়স ছিল যখন ফারহার বাবা-মা আলাদা হয়ে গিয়েছিলেন। এর ফলস্বরূপ বাবা এবং মায়ের কাছে পালা করে থাকতে হয়েছে তাঁকে ও তাঁর ভাই সাজিদকে।

মাত্র ৫ বছর বয়স ছিল যখন ফারহার বাবা-মা আলাদা হয়ে গিয়েছিলেন। এর ফলস্বরূপ বাবা এবং মায়ের কাছে পালা করে থাকতে হয়েছে তাঁকে ও তাঁর ভাই সাজিদকে।

1 / 8
 ফারহার মা মেনকা ইরানি চিত্রনাট্যকার হানি ইরানির আপন বোন। হানি ফারহান ও জ়োয়া আখতারের মা। সে অর্থে ফারহান, জ়োয়া এবং ফারহা কাজিন।

ফারহার মা মেনকা ইরানি চিত্রনাট্যকার হানি ইরানির আপন বোন। হানি ফারহান ও জ়োয়া আখতারের মা। সে অর্থে ফারহান, জ়োয়া এবং ফারহা কাজিন।

2 / 8
ফারহার কোরিওগ্রাফির যাত্রা কাকতালীয়ভাবে ঘটে। সেসময় 'জো জিতা উওহি সিকন্দর' ছবির কোরিওগ্রাফি করার কথা ছিল সারোজ খানের। ঘটনাচক্রে তাঁকে কোদাইকানাল চলে যেতে হয়। ছবির 'পেহলা নশা' গানের কোরিওগ্রাফি করার গুরু দায়িত্ব এসে পড়ে ২৭ বছরের ফারহার কাঁধে। একটুকুও না ঘাবড়ে সেই কাজে নিজেকে প্রমাণ করেন ফারহা।

ফারহার কোরিওগ্রাফির যাত্রা কাকতালীয়ভাবে ঘটে। সেসময় 'জো জিতা উওহি সিকন্দর' ছবির কোরিওগ্রাফি করার কথা ছিল সারোজ খানের। ঘটনাচক্রে তাঁকে কোদাইকানাল চলে যেতে হয়। ছবির 'পেহলা নশা' গানের কোরিওগ্রাফি করার গুরু দায়িত্ব এসে পড়ে ২৭ বছরের ফারহার কাঁধে। একটুকুও না ঘাবড়ে সেই কাজে নিজেকে প্রমাণ করেন ফারহা।

3 / 8
পরিচালক হিসেবে 'ম্যায় হু না' তৈরি করে ফিল্মফেয়ারে সেরা পরিচালকের তালিকায় মনোনীত হয়েছিলেন ফারহা। মীরা নায়ারের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা পরিচালক যিনি এই মনোনয়ন পেয়েছিলেন।

পরিচালক হিসেবে 'ম্যায় হু না' তৈরি করে ফিল্মফেয়ারে সেরা পরিচালকের তালিকায় মনোনীত হয়েছিলেন ফারহা। মীরা নায়ারের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা পরিচালক যিনি এই মনোনয়ন পেয়েছিলেন।

4 / 8
করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন ফারহা। সেটি ছিল তাঁর অভিনয়ের ডেবিউ। ১৪ বছর পর বোমান ইরানির বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন 'শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি' ছবিতে।

করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন ফারহা। সেটি ছিল তাঁর অভিনয়ের ডেবিউ। ১৪ বছর পর বোমান ইরানির বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন 'শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি' ছবিতে।

5 / 8
ফারহা খান ও তাঁর স্বামী শিরিশ কুন্দেরের একটি প্রযোজনা সংস্থা আছে, যার নাম 'থ্রি কোম্পানি'। তাঁদের ক্রিপলেট সন্তানের কথা মাথায় রেখেই এই নামকরণ।

ফারহা খান ও তাঁর স্বামী শিরিশ কুন্দেরের একটি প্রযোজনা সংস্থা আছে, যার নাম 'থ্রি কোম্পানি'। তাঁদের ক্রিপলেট সন্তানের কথা মাথায় রেখেই এই নামকরণ।

6 / 8
'মনসুন ওয়েডিং', 'ভ্যানিটি ফেয়ার'-এর মতো আন্তর্জাতিক ছবিতে কাজ করেছিলেন ফারহা।

'মনসুন ওয়েডিং', 'ভ্যানিটি ফেয়ার'-এর মতো আন্তর্জাতিক ছবিতে কাজ করেছিলেন ফারহা।

7 / 8
সূঁচে ভয় পান ফারহা। ফলে ডাক্তারদের বলেই দেন যাতে তাঁকে ইনজেকশন না দেওয়া হয়।

সূঁচে ভয় পান ফারহা। ফলে ডাক্তারদের বলেই দেন যাতে তাঁকে ইনজেকশন না দেওয়া হয়।

8 / 8
Follow Us: