ব্র্যান্ডেড ক্রিম লাগিয়েও যাচ্ছে না জেদি ব্রণর দাগ? রইল উপায়

Pigmentation Scar: দাগযুক্ত স্থানে চন্দন বেটে লাগিয়ে রাখুন। এতে উপকার পাবেন। মাঝেমধ্যে লেবুর রস লাগাতে পারেন মুখে, এতে দাগ উধাও হবে। একইভাবে কফি লাগাতে পারেন মুখে। তাতে দাগের সমস্যা মেটে। এ ছাড়া ব্যবহার করতে পারেন হলুদ। ঘরে হলুদ বেটে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগালে উপকার পাবেন।

| Updated on: Feb 04, 2024 | 4:49 PM
নির্দিষ্ট একটা বয়সের পর বেশিরভাগ মানুষের মধ্যেই ব্রণর সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের তো ভোগান্তির শেষ নেই। (ছবি:Pinterest)

নির্দিষ্ট একটা বয়সের পর বেশিরভাগ মানুষের মধ্যেই ব্রণর সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের তো ভোগান্তির শেষ নেই। (ছবি:Pinterest)

1 / 8
মুখ ভরে যায় ব্রণতে। অনেক কসরত করে ব্রণ থেকে মুক্তি পাওয়া গেলেও পিছন ছাড়তে চায় না ব্রণর দাগ। এই দাগ থেকে অনেকের গালে গর্ত পর্যন্ত হয়ে যায়। (ছবি:Pinterest)

মুখ ভরে যায় ব্রণতে। অনেক কসরত করে ব্রণ থেকে মুক্তি পাওয়া গেলেও পিছন ছাড়তে চায় না ব্রণর দাগ। এই দাগ থেকে অনেকের গালে গর্ত পর্যন্ত হয়ে যায়। (ছবি:Pinterest)

2 / 8
এই ধরনের দাগ মুখের সৌন্দর্য কমায়। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া প্রতিকারের উপর ভরসা করতে পারেন আপনি। (ছবি:Pinterest)

এই ধরনের দাগ মুখের সৌন্দর্য কমায়। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া প্রতিকারের উপর ভরসা করতে পারেন আপনি। (ছবি:Pinterest)

3 / 8
ব্রণ কমে গেলে ত্বকের যত্নে ইতি টানলেই বিপদ। বরং নিতে হবে বাড়তি যত্ন। রোজ সিটিএম অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং ভুললে চলবে না। (ছবি:Pinterest)

ব্রণ কমে গেলে ত্বকের যত্নে ইতি টানলেই বিপদ। বরং নিতে হবে বাড়তি যত্ন। রোজ সিটিএম অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং ভুললে চলবে না। (ছবি:Pinterest)

4 / 8
রোদ থেকে ত্বককে রক্ষা করতে হবে। তাই সানস্ক্রিন ছাড়া বাইরে পা রাখবেন না। এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মাখুন। সপ্তাহে অন্তত দুই দিন ত্বক এক্সফ্লয়েট করুন। (ছবি:Pinterest)

রোদ থেকে ত্বককে রক্ষা করতে হবে। তাই সানস্ক্রিন ছাড়া বাইরে পা রাখবেন না। এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মাখুন। সপ্তাহে অন্তত দুই দিন ত্বক এক্সফ্লয়েট করুন। (ছবি:Pinterest)

5 / 8
ব্রণর সমস্যা থাকলে ‘আলফা হাইড্রক্সি অ্যাসিড’ বা ‘বিটা হাইড্রক্সি অ্যাসিড’ যুক্ত এক্সফোলিয়েটর ব্যবহার করুন। এ ছাড়া মাঝেমাঝে বেসন লাগান মুখে। (ছবি:Pinterest)

ব্রণর সমস্যা থাকলে ‘আলফা হাইড্রক্সি অ্যাসিড’ বা ‘বিটা হাইড্রক্সি অ্যাসিড’ যুক্ত এক্সফোলিয়েটর ব্যবহার করুন। এ ছাড়া মাঝেমাঝে বেসন লাগান মুখে। (ছবি:Pinterest)

6 / 8
দাগযুক্ত স্থানে চন্দন বেটে লাগিয়ে রাখুন। এতে উপকার পাবেন। মাঝেমধ্যে লেবুর রস লাগাতে পারেন মুখে, এতে দাগ উধাও হবে। (ছবি:Pinterest)

দাগযুক্ত স্থানে চন্দন বেটে লাগিয়ে রাখুন। এতে উপকার পাবেন। মাঝেমধ্যে লেবুর রস লাগাতে পারেন মুখে, এতে দাগ উধাও হবে। (ছবি:Pinterest)

7 / 8
একইভাবে কফি লাগাতে পারেন মুখে। তাতে দাগের সমস্যা মেটে। এ ছাড়া ব্যবহার করতে পারেন হলুদ। ঘরে হলুদ বেটে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগালে উপকার পাবেন। (ছবি:Pinterest)

একইভাবে কফি লাগাতে পারেন মুখে। তাতে দাগের সমস্যা মেটে। এ ছাড়া ব্যবহার করতে পারেন হলুদ। ঘরে হলুদ বেটে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগালে উপকার পাবেন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: