আর একগাদা টাকা খরচ নয়, ঘন কালো চুল পেতে ভরসা রাখুন মেথি দানায়

Hair Care: ঘন কালো চুল পেতে অনেকে অনেক কিছুই করে। পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করেও তেমন কোনও লাভ হয় না। ফলে উজ্জ্বল চুলের জন্য ভরসা রাখতে পারেন মেথি দানা। আপনার ঘন সুন্দর চুলের স্বপ্নকে পূরণ করতে পারে মেথি দানা। জানুন এর গুণাগুণ এবং চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন?

| Updated on: Apr 04, 2024 | 9:29 AM
ঘন কালো চুল পেতে অনেকে অনেক কিছুই করে। পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করেও তেমন কোনও লাভ হয় না। ফলে উজ্জ্বল চুলের জন্য ভরসা রাখতে পারেন মেথি দানা।

ঘন কালো চুল পেতে অনেকে অনেক কিছুই করে। পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করেও তেমন কোনও লাভ হয় না। ফলে উজ্জ্বল চুলের জন্য ভরসা রাখতে পারেন মেথি দানা।

1 / 8
আপনার ঘন সুন্দর চুলের স্বপ্নকে পূরণ করতে পারে মেথি দানা। জানুন এর গুণাগুণ এবং চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন?

আপনার ঘন সুন্দর চুলের স্বপ্নকে পূরণ করতে পারে মেথি দানা। জানুন এর গুণাগুণ এবং চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন?

2 / 8
মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। এই দুটি জিনিসই চুলের জন্য প্রয়োজনীয়। তাই মেথি দানা চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে।

মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। এই দুটি জিনিসই চুলের জন্য প্রয়োজনীয়। তাই মেথি দানা চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে।

3 / 8
চুল পড়া, খুশকি থেকে শুরু করে শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ মেথি বীজ।

চুল পড়া, খুশকি থেকে শুরু করে শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ মেথি বীজ।

4 / 8
এর জন্য এক মুঠো মেথি দানা সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ছেঁকে নিন। তারপর সকালে পান করুন। খালি পেটে এই জল পান করতে হবে।

এর জন্য এক মুঠো মেথি দানা সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ছেঁকে নিন। তারপর সকালে পান করুন। খালি পেটে এই জল পান করতে হবে।

5 / 8
সারারাত ভিজিয়ে রাখা মেথির বীজ স্যালাডেও খেতে পারেন। এছাড়াও মেথির বীজ মসুর ডাল এবং সবজিতে ব্যবহার করা যেতে পারে।

সারারাত ভিজিয়ে রাখা মেথির বীজ স্যালাডেও খেতে পারেন। এছাড়াও মেথির বীজ মসুর ডাল এবং সবজিতে ব্যবহার করা যেতে পারে।

6 / 8
এর জন্য এই বীজগুলোকে হালকা করে ভেজে নিন। এবার ডাল বা সবজির তরকারিতে মেশান। শুকনো মেথি বীজ গুঁড়ো করে নিন। যে কোনও খাবারেই এই মশলা ব্যবহার করুন।

এর জন্য এই বীজগুলোকে হালকা করে ভেজে নিন। এবার ডাল বা সবজির তরকারিতে মেশান। শুকনো মেথি বীজ গুঁড়ো করে নিন। যে কোনও খাবারেই এই মশলা ব্যবহার করুন।

7 / 8
মেথি বীজের জল ছেঁকে নেওয়ার পর, একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালে হেয়ার স্প্রের মতো চুলে লাগান। কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। এতেও চুল পড়া কমবে।

মেথি বীজের জল ছেঁকে নেওয়ার পর, একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালে হেয়ার স্প্রের মতো চুলে লাগান। কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। এতেও চুল পড়া কমবে।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...