AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soap Vs Bodywash: সাবান না বডিওয়াশ? ত্বকের জন্য কোনটি বেশি ভালো

স্নানের মূল উদ্দেশ্য শরীর ঠান্ডা করা আর সেই সঙ্গে ত্বক পরিষ্কার করা। শরীরে জমে থাকা ঘাম, ধুলোবালি, তেলময়লা দূর করতে সাবান আর বডিওয়াশ, দুইই সমান ভালো কাজ করে।

| Updated on: May 25, 2024 | 1:05 PM
Share
শরীরকে পরিষ্কার রাখার জন্যই রোজ স্নান করা উচিত। সাবান বা বডিওয়াশ মেখে স্নানের মজাই আলাদা। স্নান করলে মনও ফ্রেস হয়ে যায়।

শরীরকে পরিষ্কার রাখার জন্যই রোজ স্নান করা উচিত। সাবান বা বডিওয়াশ মেখে স্নানের মজাই আলাদা। স্নান করলে মনও ফ্রেস হয়ে যায়।

1 / 8
স্নানের মূল উদ্দেশ্য শরীর ঠান্ডা করা আর সেই সঙ্গে ত্বক পরিষ্কার করা। শরীরে জমে থাকা ঘাম, ধুলোবালি, তেলময়লা দূর করতে সাবান আর বডিওয়াশ, দুইই সমান ভালো কাজ করে।

স্নানের মূল উদ্দেশ্য শরীর ঠান্ডা করা আর সেই সঙ্গে ত্বক পরিষ্কার করা। শরীরে জমে থাকা ঘাম, ধুলোবালি, তেলময়লা দূর করতে সাবান আর বডিওয়াশ, দুইই সমান ভালো কাজ করে।

2 / 8
কিন্তু প্রশ্ন হল, সাবান এবং বডিওয়াশের মধ্যে কোনটি বেশি ভালো? এর মধ্যে কোনটি ব্যবহারে ত্বকের ক্ষতি কম হয়?

কিন্তু প্রশ্ন হল, সাবান এবং বডিওয়াশের মধ্যে কোনটি বেশি ভালো? এর মধ্যে কোনটি ব্যবহারে ত্বকের ক্ষতি কম হয়?

3 / 8
সাবান মানে তাতে ক্ষার থাকবেই। কিন্তু ক্ষারের পরিমাণের কম-বেশির উপরে সাবানের গুণমান নির্ভর করে। তবে বডিওয়াশে ক্ষারের পরিমাণ সাবানের থেকে কম।

সাবান মানে তাতে ক্ষার থাকবেই। কিন্তু ক্ষারের পরিমাণের কম-বেশির উপরে সাবানের গুণমান নির্ভর করে। তবে বডিওয়াশে ক্ষারের পরিমাণ সাবানের থেকে কম।

4 / 8
অনেক বডিওয়াশে গ্র্যানিউলস থাকে যা ত্বকে এক্সফোলিয়েশনের কাজ করে। তা ছাড়া বডিওয়াশে ক্ষারজাতীয় উপাদানও অনেক কম থাকে, ফলে সাবানের মতো ত্বক রুক্ষ হয় না।

অনেক বডিওয়াশে গ্র্যানিউলস থাকে যা ত্বকে এক্সফোলিয়েশনের কাজ করে। তা ছাড়া বডিওয়াশে ক্ষারজাতীয় উপাদানও অনেক কম থাকে, ফলে সাবানের মতো ত্বক রুক্ষ হয় না।

5 / 8
বডিওয়াশে বিভিন্ন সুগন্ধী থাকে। যা মন ভালো করে দেয়। এখন অবশ্য বিভিন্ন সুগন্ধী সাবানও বাজারে প্রচুর রয়েছে। এমনকি পরিষ্কারের পাশাপাশি ত্বক মোলায়েম রাখার উপাদানও থাকে কিছু কিছু সাবানে।

বডিওয়াশে বিভিন্ন সুগন্ধী থাকে। যা মন ভালো করে দেয়। এখন অবশ্য বিভিন্ন সুগন্ধী সাবানও বাজারে প্রচুর রয়েছে। এমনকি পরিষ্কারের পাশাপাশি ত্বক মোলায়েম রাখার উপাদানও থাকে কিছু কিছু সাবানে।

6 / 8
স্বাস্থ্যের প্রশ্নে বডিওয়াশ কিন্তু সাবানের চেয়ে এগিয়ে রয়েছে। কারণ একই সাবান বিভিন্ন মানুষ ব্যবহার করেন, ফলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থেকে যায়। বডিওয়াশের ক্ষেত্রে সে ভয় নেই।

স্বাস্থ্যের প্রশ্নে বডিওয়াশ কিন্তু সাবানের চেয়ে এগিয়ে রয়েছে। কারণ একই সাবান বিভিন্ন মানুষ ব্যবহার করেন, ফলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থেকে যায়। বডিওয়াশের ক্ষেত্রে সে ভয় নেই।

7 / 8
যাঁরা বাইরে বেশি ঘুরতে যান, তাঁদেরও সাবানের থেকে বেশি পছন্দ বডিওয়াশ। সাবান একবার ব্যবহারের পর তা ফিরিয়ে আনা বেশ ঝকমারি। সে দিক থেকে বডিওয়াশ ক্যারি করা অনেক সহজ।

যাঁরা বাইরে বেশি ঘুরতে যান, তাঁদেরও সাবানের থেকে বেশি পছন্দ বডিওয়াশ। সাবান একবার ব্যবহারের পর তা ফিরিয়ে আনা বেশ ঝকমারি। সে দিক থেকে বডিওয়াশ ক্যারি করা অনেক সহজ।

8 / 8