Online Search History of Women: যে কোনও সময়ে গর্ভবতী হওয়ার ভয় মহিলাদের! গোপন কথা ফাঁস করে দিল গুগল

Online Search History of Women: আরও যে জিনিসটি মহিলারা চিন্তিত থাকেন তা হল অবাঞ্চিত গর্ভধারণ। না চাইতেও গর্ভবতী হয়ে পড়লে তা থেকে মুক্তির উপায় কী, সেই নিয়েও সার্চ করেছেন অনেক মহিলা।

| Updated on: Jan 13, 2025 | 6:13 PM
সেই কবেই মহানায়ক নিজের ছবিতে বলে গিয়েছেন 'নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না।' কেউ আবার বলেন 'মেয়েদের মন বোঝা নাকি ভগবানেরও অসাধ্য।' যদিও আজকাল ডিজিটাল ইন্ডিয়ার যুগে কিন্তু চাইলে অনেক কিছুই বোঝা যায়।

সেই কবেই মহানায়ক নিজের ছবিতে বলে গিয়েছেন 'নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না।' কেউ আবার বলেন 'মেয়েদের মন বোঝা নাকি ভগবানেরও অসাধ্য।' যদিও আজকাল ডিজিটাল ইন্ডিয়ার যুগে কিন্তু চাইলে অনেক কিছুই বোঝা যায়।

1 / 9
সবটা না হলেও অন্তত মেয়েদের মন জয় করতে কী প্র্রয়োজন তা কিন্তু জানা যায়। সেটা জানতে হলে আগে বুঝতে হবে মহিলাদের কী পছন্দ আর কী অ-পছন্দ। জানেন তাঁরা সবচেয়ে বেশি কী নিয়ে মোবাইলে সার্চ করেন?

সবটা না হলেও অন্তত মেয়েদের মন জয় করতে কী প্র্রয়োজন তা কিন্তু জানা যায়। সেটা জানতে হলে আগে বুঝতে হবে মহিলাদের কী পছন্দ আর কী অ-পছন্দ। জানেন তাঁরা সবচেয়ে বেশি কী নিয়ে মোবাইলে সার্চ করেন?

2 / 9
মহিলামাত্রই নিজেদের সৌন্দর্যের বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকেন। নিজেকে কেমন দেখতে লাগছে, তা নিয়ে একটি ছেলে যতটা চিন্তিত বা খেয়াল রাখেন তার থেকে অনেক বেশি সজাগ থাকেন মহিলারা।

মহিলামাত্রই নিজেদের সৌন্দর্যের বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকেন। নিজেকে কেমন দেখতে লাগছে, তা নিয়ে একটি ছেলে যতটা চিন্তিত বা খেয়াল রাখেন তার থেকে অনেক বেশি সজাগ থাকেন মহিলারা।

3 / 9
স্বভাবতই তাঁদের অনলাইন সার্চ হিস্ট্রিতেও যে সেটাই প্রতিফলিত হবে সেটাই কাম্য। তথ্য বলছে মহিলাদের অনলাইন সার্চেও রয়েছে সৌন্দর্য্য রক্ষা এবং ত্বকের যত্ন সংক্রান্ত নানা খুঁটিনাটি এবং প্রশ্ন।

স্বভাবতই তাঁদের অনলাইন সার্চ হিস্ট্রিতেও যে সেটাই প্রতিফলিত হবে সেটাই কাম্য। তথ্য বলছে মহিলাদের অনলাইন সার্চেও রয়েছে সৌন্দর্য্য রক্ষা এবং ত্বকের যত্ন সংক্রান্ত নানা খুঁটিনাটি এবং প্রশ্ন।

4 / 9
এছাড়াও আরও যে জিনিসটি মহিলারা চিন্তিত থাকেন তা হল অবাঞ্চিত গর্ভধারণ। না চাইতেও গর্ভবতী হয়ে পড়লে তা থেকে মুক্তির উপায় কী, সেই নিয়েও সার্চ করেছেন অনেক মহিলা। ঋতুস্রাব জনিত সমস্যা নিয়েও নানা প্রশ্ন রয়েছে মহিলাদের।

এছাড়াও আরও যে জিনিসটি মহিলারা চিন্তিত থাকেন তা হল অবাঞ্চিত গর্ভধারণ। না চাইতেও গর্ভবতী হয়ে পড়লে তা থেকে মুক্তির উপায় কী, সেই নিয়েও সার্চ করেছেন অনেক মহিলা। ঋতুস্রাব জনিত সমস্যা নিয়েও নানা প্রশ্ন রয়েছে মহিলাদের।

5 / 9
নিজের মুখ নিয়ে সবচেয়ে বেশি স্পর্শকাতর থাকেন মহিলারা। মহিলাদের গোপন অনলাইন সার্চে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন মুখ এবং ত্বকের অবাঞ্ছিত লোম সংক্রান্ত। কী ভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়, কেন হয়, ইত্যাদি ইত্যাদি।

নিজের মুখ নিয়ে সবচেয়ে বেশি স্পর্শকাতর থাকেন মহিলারা। মহিলাদের গোপন অনলাইন সার্চে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন মুখ এবং ত্বকের অবাঞ্ছিত লোম সংক্রান্ত। কী ভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়, কেন হয়, ইত্যাদি ইত্যাদি।

6 / 9
মহিলারা আরেকটি বিষয় নিয়েও অত্যন্ত চিন্তিত থাকেন। তা হল ত্বকের বলিরেখা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়াটা খুব স্বাভাবিক বিষয়। সেটা নিয়েই চিন্তিত থাকেন মহিলারা। কী ভাবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ছাড়াই সহজে বলিরেখা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়েও সার্চ করেন তাঁরা।

মহিলারা আরেকটি বিষয় নিয়েও অত্যন্ত চিন্তিত থাকেন। তা হল ত্বকের বলিরেখা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়াটা খুব স্বাভাবিক বিষয়। সেটা নিয়েই চিন্তিত থাকেন মহিলারা। কী ভাবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ছাড়াই সহজে বলিরেখা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়েও সার্চ করেন তাঁরা।

7 / 9
নিজের চুল নিয়েও চিন্তিত থাকেন মহিলারা। কী ভাবে ঘন লম্বা চুল পেতে পারেন, তা যত্ন নেওয়ার ঘরোয়া উপায় বা কী? এই সমস্ত নানা খুঁটিনাটি নিয়ে সার্চ করেন মহিলারা।

নিজের চুল নিয়েও চিন্তিত থাকেন মহিলারা। কী ভাবে ঘন লম্বা চুল পেতে পারেন, তা যত্ন নেওয়ার ঘরোয়া উপায় বা কী? এই সমস্ত নানা খুঁটিনাটি নিয়ে সার্চ করেন মহিলারা।

8 / 9
কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া যায় কী ভাবে, চোখের মেক আপ কী ভাবে করতে হয় তা নিয়ে কৌতুহলের শেষ নেই। ট্যাটু নিয়েও কিন্তু আগ্রহ রয়েছে প্রচুর মহিলার।

কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া যায় কী ভাবে, চোখের মেক আপ কী ভাবে করতে হয় তা নিয়ে কৌতুহলের শেষ নেই। ট্যাটু নিয়েও কিন্তু আগ্রহ রয়েছে প্রচুর মহিলার।

9 / 9
Follow Us: