Bharat Jain: বিশ্বের সবচেয়ে ধনী ভিখিরি, ভরত জৈন যে ভাবে হয়ে উঠেছেন কোটি কোটি টাকার মালিক
World’s Richest Beggar: ব্যস্ত রাস্তা। বাস, ট্রেন। নানা জায়গা। কেউ বা বাধ্য হয়ে, কেউ 'ব্যবসা'! ভিক্ষে করেন প্রচুর মানুষ। এই চিত্রটা শুধু ভারত বর্ষের নয়। গোটা বিশ্বের সমস্ত দেশেই প্রায় একই চিত্র দেখা যাবে। কোথাও হয়তো সংখ্যায় কম-বেশি। কিন্তু ভিক্ষে করে কোটি কোটি টাকার সম্পত্তি! ভারতেই রয়েছেন এমন একজন। মুম্বইয়ের বস্তিলাইন স্ট্রিট, শিবাজি মহারাজ টার্মিনাস, আজাদ ময়দানে গেলে দেখা মিলবেই বিশ্বের সবচেয়ে ধনী ভিখিরির।
Most Read Stories