
বারাণসী লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন নরেন্দ্র মোদী। তার আগে সোমবার বারাণসীতে ৬ কিলোমিটার রোড-শো করেন তিনি।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেট থেকে রোড-শো শুরু হয়। আর শেষ হয় কাশী বিশ্বনাথ ধামের ৪ নম্বর গেটের কাছে।

রোড-শো শুরুর আগে শিক্ষাবিদ তথা সমাজ সংস্কারক মদন মোহন মালব্যের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মোদী।

রোড-শোতে মোদীর সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ।

ঢোল বাজিয়ে মোদীকে স্বাগত জানানো হয়। রাস্তার দু'ধারে বাড়ির ছাদেও ভিড় জমে যায়।

কাশী বিশ্বনাথ ধাম পরিদর্শনের পর সোমবার রাতে বারাণসীতে থাকবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন তিনি।

রাস্তার দু'ধারে মোদীকে স্বাগত জানাতে উপচে পড়েছিল ভিড়।

মোদীর রোড-শোতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ব্যাঙ্কিং সেক্টর নিয়ে সুখবর দিলেন মোদী