Meme On Nitish Kumar : বিহারে ফের ইউ টার্ন নীতীশের, হাজারো মিমের বন্যা সোশ্য়াল মিডিয়ায়
Meme On Nitish Kumar : বিহারে সরকারের পালাবদল হয়েছে। ২০১৫ সালের পুনরাবৃত্তি হয়েছে সে রাজ্যে। বিজেপির হাত ছেড়ে পুনরায় আরজেডির সঙ্গে সরকার গঠন করেছেন নীতীশ কুমার। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিমের বন্যা বয়ে গিয়েছে।

ছবি সৌজন্যে : টুইটার
- বিহারে সরকারের পালাবদল ঘটেছে। বিজেপির হাত ছেড়ে জেডিইউ নেতা নীতীশ কুমার আরজেডির সঙ্গে হাত মিলিয়েছে। ২০১৫ সালেও বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। ২০১৫ সালের পুনরাবৃত্তি হওয়ায় তাঁকে নিয়ে মিমের বন্য়া বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
- সোশ্যাল মিডিয়া জুড়ে নীতীশ ও বিহারের রাজনীতি নিয়ে রীতিমতো মিমের বন্যা বয়ে গিয়েছে।
- বিজেপির সঙ্গে দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে।
- তবে ২০১৫ সালে আরজেডির সঙ্গে জোট দীর্ঘস্থায়ী হদু বছর পরেই তা ভেঙে যায়। পুনরায় ২০১৭ সালে বিজেপির সঙ্গে সরকার গঠন করে।
- মঙ্গলবার সাংসদ ও বিধাযকদের সঙ্গে বৈঠক করার পর বিজেপি-জেডিইউ জোট ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান নীতীশ কুমার। তার কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। আর বুধবার নয়া মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- নীতীশ কুমারের বারবার পক্ষ বদল নিয়ে টুইটারে মিমের বন্যা বয়ে গিয়েছে। কোয়ি মিল গ্যায়া নামের একটি হিন্দি ছবির গান দিয়ে বানানো হয়েছে একটি মিম। সেখানে ক্যাপশনে লেখা, ‘গত ২ বছরে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যা পক্ষ পরিবর্তন করেছেন।’
- নীতীশ কুমারের বারবার শিবির পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন নেটিজ়েনরা। এখানে ইউটার্নের চিহ্নের জায়গায় নীতীশের মুখ বসিয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন মিম নির্মাতা।

গ্রীষ্মকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

হতে পারে আর্থিক ক্ষতি? বলে দেবে লাল না কালো, তুলসী গাছে কোন পিঁপড়ের বাস?

অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে রাতে রাখুন এই একটি জিনিস

পুজোর মাঝে হঠাৎ নিভল প্রদীপ? এমন ঘটনা দিচ্ছে শুভ না অশুভের ইঙ্গিত?

নুন ছাড়া খাবারে স্বাদ মেলা ভার, রোজ কতটা লবণ খাওয়া উচিত জানেন?

প্রত্যেক সপ্তাহে করতে হবে এই কাজ, UPI লেনদেন নিয়ে বড় নির্দেশ দিল NPCI