কেরিয়ারের শুরুতেই একের পর এক প্রেমের হাতছানি ছিল আলিয়া ভাটের জীবনে। বিশেষ করে সানায়া লুকে আত্মপ্রকাশ্যে পর ছেলেদের মনে রাতারাতি পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন আলিয়া ভাট।
1 / 6
তবে আলিার মনে তখন ঝড় তুলেছিল তাঁর প্রথম ছবির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। দু-জনের মধ্যে সম্পর্কের খবর চাপা থাকেনি খুব বেশিদিন। তবে তা স্থায়ীও হয়নি।
2 / 6
কারণ কি! সিদ্ধার্থের কথায়, খুব বেশি দিনের সম্পর্ক ছিল না। কয়েকদিনের মাত্র ভালোলাগা। তারই মধ্যে সবটাই ছড়িয়ে পড়ে। তবে ডেটিং করা, বা গভীরে গিয়ে প্রেমপর্ব নয়।
3 / 6
দুজনেই স্থির করেছিলেন একে অন্যের সঙ্গে থাকবেন না সম্পর্কে। দুজনের সেই সিদ্ধান্তের মধ্যে নেই কোনও তিক্ততা। নেই কোনও সমস্যা। তেমনটই জানিয়েছিলেন সিদ্ধার্থ।
4 / 6
তবে কোথাও গিয়ে যেন মুখোমুখি হতে নারাজ ছিলেন তাঁরা। আর ঠিক সেই সুত্রেই অবশেষে দেখা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা।
5 / 6
কিন্তু শেষ পর্যন্ত তিক্ততা ভুলে আবারও তাঁরা এক হয়েছিলেন কাপুর এন্ড সনস-এ।