Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Dark Secret: কাজের নামে লাগাতার ধর্ষণের অভিযোগ, সামিল তিন খান ও তাঁদের বাবাও! বলিউডের অন্দরে বোমা ফাটান অভিনেত্রী

Bollywood Dark Secret: বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিগবসের প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র। মানসিক অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ, কালোজাদু--- ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রকাশ্যেই। অন্যদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এমন কিছু প্রভাবশালীকে যা কল্পনাতীত। ঠিক কী ঘটেছিল?

| Edited By: | Updated on: Jun 27, 2022 | 10:24 AM
কার্যত কেঁপে গিয়েছিল বলিউড, যে পরিবারের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত সাহস পায় না ইণ্ডাস্ট্রি, সেই পরিবারের দিকেই নাকি ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ-- বছর কয়েক আগে খান পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিগবসের প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র। মানসিক অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ, কালোজাদু--- ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রকাশ্যেই। অন্যদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এমন কিছু প্রভাবশালীকে যা কল্পনাতীত। ঠিক কী ঘটেছিল?

কার্যত কেঁপে গিয়েছিল বলিউড, যে পরিবারের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত সাহস পায় না ইণ্ডাস্ট্রি, সেই পরিবারের দিকেই নাকি ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ-- বছর কয়েক আগে খান পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিগবসের প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র। মানসিক অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ, কালোজাদু--- ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রকাশ্যেই। অন্যদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এমন কিছু প্রভাবশালীকে যা কল্পনাতীত। ঠিক কী ঘটেছিল?

1 / 8
সাল ২০১৭-১৮। সারা বিশ্বে তখন মিটু ঝড়। এমন সময় পূজাও তাঁর ইউটিউব চ্যানেলে হঠাৎই বোমা ফাটান। অভিযোগ করেন ২০০৯ সালে দাবাং ছবিতে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি ফার্মহাউজে লাগাতার তাঁকে ধর্ষণ করেন বলিউডের তিন খান।

সাল ২০১৭-১৮। সারা বিশ্বে তখন মিটু ঝড়। এমন সময় পূজাও তাঁর ইউটিউব চ্যানেলে হঠাৎই বোমা ফাটান। অভিযোগ করেন ২০০৯ সালে দাবাং ছবিতে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি ফার্মহাউজে লাগাতার তাঁকে ধর্ষণ করেন বলিউডের তিন খান।

2 / 8
তিন খান অর্থাৎ সলমন, সোহেল ও আরবাজ। তিনি আরও অভিযোগ করেন, শুধু তিন ভাইই নয়, তাঁকে নাকি ধর্ষণ করেন বাবা সেলিম খানও। পূজা না থেমে যোগ করেন, সে সময় নাকি উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনমও।

তিন খান অর্থাৎ সলমন, সোহেল ও আরবাজ। তিনি আরও অভিযোগ করেন, শুধু তিন ভাইই নয়, তাঁকে নাকি ধর্ষণ করেন বাবা সেলিম খানও। পূজা না থেমে যোগ করেন, সে সময় নাকি উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনমও।

3 / 8
তাঁকে না নিয়ে যাতে সোনাক্ষীকে দাবাং ছবিতে নেওয়া হয় সেই কারণে এই কাজে নাকি মদত ছিল তাঁদেরও, দাবি করেছিলেন পূজা। পূজা আরও অভিযোগ করেন তাঁর বাবার বন্ধু শত্রুঘ্নও নাকি তাঁর উপর করেছিলেন অকথ্য মানসিক অত্যাচার।

তাঁকে না নিয়ে যাতে সোনাক্ষীকে দাবাং ছবিতে নেওয়া হয় সেই কারণে এই কাজে নাকি মদত ছিল তাঁদেরও, দাবি করেছিলেন পূজা। পূজা আরও অভিযোগ করেন তাঁর বাবার বন্ধু শত্রুঘ্নও নাকি তাঁর উপর করেছিলেন অকথ্য মানসিক অত্যাচার।

4 / 8
তিনি আরও অভিযোগ করেন, শত্রুঘ্ন ও তাঁর স্ত্রী নাকি পূজার উপরে কালো যাদু প্রয়োগ করে তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর সে কারণেই নাকি দুর্বিষহ হয়ে গিয়েছে তাঁর জীবন।

তিনি আরও অভিযোগ করেন, শত্রুঘ্ন ও তাঁর স্ত্রী নাকি পূজার উপরে কালো যাদু প্রয়োগ করে তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর সে কারণেই নাকি দুর্বিষহ হয়ে গিয়েছে তাঁর জীবন।

5 / 8
এক এফআইআরের কপিও তিনি শেয়ার করেছিলেন। যদিও সেই কপির সত্যতা নিয়েও উঠেছিল প্রশ্ন। বলিউডের অধিকাংশই সেদিন পূজার পাশে দাঁড়াননি। উলটে তিনি আখ্যা পান মানসিক ভারসাম্যহীন হিসেবে।

এক এফআইআরের কপিও তিনি শেয়ার করেছিলেন। যদিও সেই কপির সত্যতা নিয়েও উঠেছিল প্রশ্ন। বলিউডের অধিকাংশই সেদিন পূজার পাশে দাঁড়াননি। উলটে তিনি আখ্যা পান মানসিক ভারসাম্যহীন হিসেবে।

6 / 8
তবে পূজা ছিলেন তাঁর বক্তব্যে অনড়, শোনা গিয়েছিল খান পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি খানদান।

তবে পূজা ছিলেন তাঁর বক্তব্যে অনড়, শোনা গিয়েছিল খান পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি খানদান।

7 / 8
পূজার অভিযোগই কি সত্যি? কী লুকিয়ে রয়েছে অন্তরালে। বলিউডের এই অন্ধকার রহস্য আজও অজানাই।

পূজার অভিযোগই কি সত্যি? কী লুকিয়ে রয়েছে অন্তরালে। বলিউডের এই অন্ধকার রহস্য আজও অজানাই।

8 / 8
Follow Us:
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'