South Actor: পুষ্পার আল্লু অর্জুন থেকে কেজিএফ-র যশ, বলিউডের অফারকে পাত্তাই দেননি যে সাউথ স্টারেরা

Controversy: বজরঙ্গী ভাইজান থেকে শুরু করে জার্সি, বলিউডের ছবির প্রস্তাব পলকে ফিরিয়েছেন দক্ষিণের যে স্টারেরা।

| Edited By: | Updated on: Jun 17, 2022 | 1:50 PM
আল্লু অর্জুন- পুষ্পা স্টার আল্লু অর্জুন পেয়েছিলেন বলিউড থেকে ডাক। কবীর খান ডেকে পাঠিয়ে ছিলেন তাঁকে বজরঙ্গী ভাইজান ছবির জন্য। তবে সেই মুহূর্তে পুষ্পা স্টার রাজি ছিলেন না বলিউডে কাজ করতে। তাই তিনিও ফেরান মোটা অঙ্কের অফার।

আল্লু অর্জুন- পুষ্পা স্টার আল্লু অর্জুন পেয়েছিলেন বলিউড থেকে ডাক। কবীর খান ডেকে পাঠিয়ে ছিলেন তাঁকে বজরঙ্গী ভাইজান ছবির জন্য। তবে সেই মুহূর্তে পুষ্পা স্টার রাজি ছিলেন না বলিউডে কাজ করতে। তাই তিনিও ফেরান মোটা অঙ্কের অফার।

1 / 5
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেজিএফ স্টার রকি ভাই অর্থাৎ যশের জীবনের কাহিনি সকলকে চমকে দেওয়ার মত। সিনে দুনিয়ায় ছিল না কোনও গডফাদার। নিজের চেষ্টাতেই কাজ শুরু করা। প্রথমে পরিবার থেকে মেলেনি সম্মতি।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেজিএফ স্টার রকি ভাই অর্থাৎ যশের জীবনের কাহিনি সকলকে চমকে দেওয়ার মত। সিনে দুনিয়ায় ছিল না কোনও গডফাদার। নিজের চেষ্টাতেই কাজ শুরু করা। প্রথমে পরিবার থেকে মেলেনি সম্মতি।

2 / 5
অনুষ্কা শেট্টি- বলিউড থেকে ডাক পেয়েছিলেন অনুষ্কা শেট্টি। অফার এসেছিল রোহিত শেট্টির সিনেমা সিংঘম-এ অভিনয় করার। কিন্তু সেই মুহূর্তে এই ছবির জন্য রাজি হননি অনুষ্কা শেট্টি। ফিরিয়েছিলেন প্রস্তাব।

অনুষ্কা শেট্টি- বলিউড থেকে ডাক পেয়েছিলেন অনুষ্কা শেট্টি। অফার এসেছিল রোহিত শেট্টির সিনেমা সিংঘম-এ অভিনয় করার। কিন্তু সেই মুহূর্তে এই ছবির জন্য রাজি হননি অনুষ্কা শেট্টি। ফিরিয়েছিলেন প্রস্তাব।

3 / 5
রশ্মিকা মন্দানা- শাহিদ কাপুর অভিনীত ছবি জার্সিতে দেখতে পাওয়ার কথা ছিল রশ্মিকাকে। প্রস্তাব পাওয়া মাত্রই রশ্মিকা ফিরিয়ে দিয়েছিলেন ছবি। কারণ নিজেই জানান, তিনি শুধুমাত্র কমার্শিয়াল ছবি করতেই ইচ্ছুক বর্তমানে, তাই অন্যস্বাদের ছবি এখনই নয়।

রশ্মিকা মন্দানা- শাহিদ কাপুর অভিনীত ছবি জার্সিতে দেখতে পাওয়ার কথা ছিল রশ্মিকাকে। প্রস্তাব পাওয়া মাত্রই রশ্মিকা ফিরিয়ে দিয়েছিলেন ছবি। কারণ নিজেই জানান, তিনি শুধুমাত্র কমার্শিয়াল ছবি করতেই ইচ্ছুক বর্তমানে, তাই অন্যস্বাদের ছবি এখনই নয়।

4 / 5
পুনিত রাজকুমার- প্রয়াত দক্ষিণী স্টার পুনিত রাজকুমারও পেয়েছিলেন বলিউড থেকে ডাক। ছবির নাম বজরঙ্গী ভাইজান। তবে তিনি রাজি ছিলেন না এই ছবিতে কাজ করতে। ২০১৫ সালে এই ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন সলমন খান।

পুনিত রাজকুমার- প্রয়াত দক্ষিণী স্টার পুনিত রাজকুমারও পেয়েছিলেন বলিউড থেকে ডাক। ছবির নাম বজরঙ্গী ভাইজান। তবে তিনি রাজি ছিলেন না এই ছবিতে কাজ করতে। ২০১৫ সালে এই ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন সলমন খান।

5 / 5
Follow Us: