Photo Gallery: ‘কলকাতায় মহিলা মেয়র চাই’, ‘ক্রিসমাস কার্নিভাল’-এ মাতলেন শোভন-বৈশাখী-মদন
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Updated on: Dec 22, 2021 | 7:38 PM
Sovan Chatterjee Madan Mitra and Baisakhi Banerjee: পুরভোটের পরদিন সেই শোভন ধরা দিলেন অন্য মুডে। সঙ্গে অবশ্যই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর 'রঙিন ছেলে' মদন মিত্র।
আবার মেয়র হিসাবে তাঁর কাকে পছন্দ? এই প্রশ্নের উত্তরে কোনও নাম নিলেন না শোভন চট্টোপাধ্যায়। তবে ইঙ্গিত দিলেন, এবার চান কলকাতার মেয়র হোন কোনও মহিলা।
শোভন-বৈশাখী-মদনের উপস্থিতিতে আলাদা করে নজর কাড়ল কেয়া শেঠের ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠান। এক সঙ্গে কেক কেটে একে অপরকে খাওয়ালেন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। পাশে হাততালি দিতে দেখা গেল উচ্ছ্বসিত বৈশাখীকে।
কলকাতা পুরভোটে ভোট দিতে যাননি শোভন। বাড়িতে বসেই দিন কাটিয়েছেন। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে যে রত্নার সঙ্গে তিনি এবার তাঁর রেকর্ড ভেঙে জয় এনেছেন ১৩১ নম্বর ওয়ার্ডে। এদিন সরাসরি শোভন জানিয়েই দিলেন রত্না প্রার্থী বলেই তিনি ভোট দিতে যাননি! যদিও তৃণমূল ছেড়ে শোভন যোগ দিয়েছিলেন বিজেপিতে।
অনুষ্ঠানে কেক কেটে একে অন্যকে খাইয়ে দিতে দেখা গেল মদন ও শোভনকে। এদিনও পোশাকে রংমিলান্তি শোভন-বৈশাখী জুটি। সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠানেও অবধারিত ভাবে রাজনৈতিক প্রশ্ন এসেই যায়, যখন সামনে এমন দুই নেতা থাকেন।
পুরভোটের পরদিন সেই শোভন ধরা দিলেন অন্য মুডে। সঙ্গে অবশ্যই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর ‘রঙিন ছেলে’ মদন মিত্র। একটি বাণিজ্যিক সংস্থার তরফে আয়োজিত ক্রিসমাস কার্নিভালে একসঙ্গে দেখা গেল শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে।
কলকাতা: মেয়র পদ ছেড়েছেন, তৃণমূল ছেড়েছেন, বেহালা ছেড়েছেন। একুশের পুরভোটে প্রার্থী পছন্দ নয় বলে ভোট দিতেও যাননি কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। তাঁর জেতা ১৩১ নম্বর ওয়ার্ডে জয় ছিনিয়ে নিয়েছেন ‘স্ত্রী’ রত্না চট্টোপাধ্যায়।