১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রায় হাফডজন তারকার চোটের খবর নিয়ে শোরগোল চলছে ক্রিকেট মহলে। (ছবি-পিটিআই)
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিকে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা অনিশ্চিত। তেমনই জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারকেও পাওয়া যাবে না মিনি বিশ্বকাপে। (ছবি-পিটিআই)
প্যাট কামিন্স - অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স গোড়ালিতে চোট পেয়েছেন। ফলে তাঁকে হয়তো আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না। (ছবি-পিটিআই)
জশ হ্যাজলউড - মিনি বিশ্বকাপে অজিরা হয়তো পাবে না পেসার জশ হ্যাজলউডকে। হিপ ইনজুরির সমস্যায় ভুগছেন অস্ট্রেলিয়ান বোলার। (ছবি-পিটিআই)
মিচেল মার্শ - অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ছাড়া মিচেল মার্শকেও হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। তাঁর পিঠে চোট লেগেছে। (ছবি-পিটিআই)
অনরিখ নর্টজে - অস্ট্রেলিয়ান বোলার অনরিখ নর্টজেকেও হয়তো আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে না। তাঁরও পিঠে চোট রয়েছে। (ছবি-পিটিআই)
জেরাল্ড কোর্টজে - দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি জেরাল্ড কোর্টজেকে হয়তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর। (ছবি-পিটিআই)
সায়ম আয়ুব - পাকিস্তানের ক্রিকেটার সায়ম আয়ুবের গোড়ালিতে চোট রয়েছে। ফলে বাবর আজমের দলের হয়ে হয়তো এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে না সায়মকে। (ছবি-পিটিআই)