India Tour of Zimbabwe: জিম্বাবোয়ে সফরে হাফডজন নতুন মুখ, টি-২০ টিমে প্রথম ডাক পেয়েছেন যাঁরা…
IND vs ZIM: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর জানানোর পর এই প্রথম কোনও টি-২০ সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। সবে টি-২০ বিশ্বকাপ শেষ হয়েছে। এ বার জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু।
1 / 8
ভারতের জার্সিতে প্রথম বার খেলার অনুভূতি প্রত্যেক ক্রিকেটারের জন্যই স্মরণীয় হয়। টি-২০ বিশ্বকাপ শেষ। এ বার শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় টিম জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে।
2 / 8
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। এ বার দেখার এই ফর্ম্যাটে ভারতের নতুন ওপেনিং জুটি কী হয়। আপাতত তার আগে এক ঝলকে দেখে নিন, প্রথম বার টি-২০ টিমে ডাক পেয়েছেন কারা।
3 / 8
অভিষেক শর্মা এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে রীতিমতো তান্ডব চালিয়েছিলেন। সেই তিনি এ বার জিম্বাবোয়েতে গিয়েছেন। এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। আইপিএলে ভালো খেলার পুরস্কারই বলা চলে।
4 / 8
রিয়ান পরাগও ১৭তম আইপিএলে ভালো ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস দিয়েছেন অসমের এই ক্রিকেটার। তিনিও এই প্রথম বার ভারতীয় টি-২০ টিমে ডাক পেয়েছেন। ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন।
5 / 8
তুষার দেশপান্ডে ২০২৩ ও ২০২৪ সালে সিএসকে জার্সিতে নজর কেড়েছিলেন। ২৯ বছর বয়সী পেসার ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতেও ছন্দে ছিলেন। এই প্রথম বার তুষারও ভারতের টি-২০ টিমে ডাক পেয়েছেন।
6 / 8
হর্ষিত রানারও এটাই প্রথম সিনিয়র টিমে ডাক পাওয়া। কেকেআরের পেসার গত ২টো আইপিএলে ভালো পারফর্ম করেছিলেন। এ বারের আইপিএলে তিনি ১৩ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন। তিনি আপাতত জিম্বাবোয়ে সিরিজের প্রথম ২টো ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন।
7 / 8
ধ্রুব জুরেলের এ বছর ভারতীয় টিমে অভিষেক হয়েছে। রাজস্থান রয়্যালসের এই উইকেটকিপার ব্যাটারের টেস্ট ডেবিউ হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি এই প্রথম ভারতের সিনিয়র টি-২০ টিমে ডাক পেয়েছেন।
8 / 8
সাই সুদর্শন জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২টো ম্যাচের জন্য ডাক পেয়েছেন। তাঁর গত বছর ওডিআইতে অভিষেক হয়েছিল। ওপেনারের জায়গায় অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়দের টেক্কা দিতে পারেন সাই।