Mohammed Shami: টাইগারদের বিরুদ্ধে ফাইফারে ধামাকা! জাডেজার ‘বিশেষ রেকর্ডে’ ভাগ বসালেন মহম্মদ সামি

ICC Champions Trophy 2025: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেছেন মহম্মদ সামি। দলের সিনিয়র তারকা পেসারের উপর এ বারের মিনি বিশ্বকাপে বড় দায়িত্ব। কারণ জসপ্রীত বুমরা টুর্নামেন্টে খেলছেন না। সামি সেই দায়িত্ব প্রথম ম্যাচ থেকেই ভালো করে পালন করছেন।

Feb 20, 2025 | 8:15 PM

1 / 8
বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে মিনি বিশ্বকাপে ভারতের সফর শুরু হয়েছে। টস হেরেছিলেন রোহিত শর্মা। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল। (ছবি-পিটিআই)

বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে মিনি বিশ্বকাপে ভারতের সফর শুরু হয়েছে। টস হেরেছিলেন রোহিত শর্মা। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল। (ছবি-পিটিআই)

2 / 8
ভারতের বিরুদ্ধে দুবাইতে ৪৯.৪ ওভার অবধি খেলতে পেরেছে বাংলাদেশ। ২২৮ রান তুলে অলআউট হয় টাইগাররা। নেপথ্যে সামির ফাইফার। হর্ষিত রানার ৩ উইকেট এবং অক্ষর প্যাটেলের ২টি উইকেট।  (ছবি-পিটিআই)

ভারতের বিরুদ্ধে দুবাইতে ৪৯.৪ ওভার অবধি খেলতে পেরেছে বাংলাদেশ। ২২৮ রান তুলে অলআউট হয় টাইগাররা। নেপথ্যে সামির ফাইফার। হর্ষিত রানার ৩ উইকেট এবং অক্ষর প্যাটেলের ২টি উইকেট। (ছবি-পিটিআই)

3 / 8
ওডিআইতে মহম্মদ সামির নামে এতদিন ছিল ১৯৭টি উইকেট। এ বার ২০০-র গণ্ডি টপকেছেন তিনি। ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পরই এই মাইলফলকে পৌঁছে যান। (ছবি-পিটিআই)

ওডিআইতে মহম্মদ সামির নামে এতদিন ছিল ১৯৭টি উইকেট। এ বার ২০০-র গণ্ডি টপকেছেন তিনি। ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পরই এই মাইলফলকে পৌঁছে যান। (ছবি-পিটিআই)

4 / 8
২০০টি ওডিআই উইকেটের মালিক হয়েই থেমে যাননি সামি। মোট ৫টি উইকেট নিয়ে তিনি থামেন। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইফারের রেকর্ড গড়লেন সামি। (ছবি-পিটিআই)

২০০টি ওডিআই উইকেটের মালিক হয়েই থেমে যাননি সামি। মোট ৫টি উইকেট নিয়ে তিনি থামেন। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইফারের রেকর্ড গড়লেন সামি। (ছবি-পিটিআই)

5 / 8
অতীতে একমাত্র ভারতীয় তারতা রবীন্দ্র জাডেজার এই কৃতিত্ব ছিল। সামির মতো তিনিও ওডিআই বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি উইকেট নিয়েছিলেন। (ছবি-পিটিআই)

অতীতে একমাত্র ভারতীয় তারতা রবীন্দ্র জাডেজার এই কৃতিত্ব ছিল। সামির মতো তিনিও ওডিআই বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি উইকেট নিয়েছিলেন। (ছবি-পিটিআই)

6 / 8
বাংলাদেশের যে বোলারদের উইকেট তুলে নিয়ে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ফাইফার নিলেন সামি তাঁরা হলেন - সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। (ছবি-পিটিআই)

বাংলাদেশের যে বোলারদের উইকেট তুলে নিয়ে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ফাইফার নিলেন সামি তাঁরা হলেন - সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। (ছবি-পিটিআই)

7 / 8
 মহম্মদ সামি বাংলাদেশের বিরুদ্ধে মোট ১০ ওভার বল করেছেন। তাতে ৫৩ রান খরচ করেছেন সামি। ৫.৩০ ইকোনমিতে সামি নিয়েছেন ৫ উইকেট।  (ছবি-পিটিআই)

মহম্মদ সামি বাংলাদেশের বিরুদ্ধে মোট ১০ ওভার বল করেছেন। তাতে ৫৩ রান খরচ করেছেন সামি। ৫.৩০ ইকোনমিতে সামি নিয়েছেন ৫ উইকেট। (ছবি-পিটিআই)

8 / 8
ওডিআইতে ২০০টি উইকেটের মালিক হওয়া দ্বিতীয় বোলার মহম্মদ সামি। ৩৪ বছর বয়সী স্পিডস্টার সামির আগে এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। তিনি ১০২টি ম্যাচে ২০০টি উইকেট নিয়েছিলেন।  (ছবি-পিটিআই)

ওডিআইতে ২০০টি উইকেটের মালিক হওয়া দ্বিতীয় বোলার মহম্মদ সামি। ৩৪ বছর বয়সী স্পিডস্টার সামির আগে এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। তিনি ১০২টি ম্যাচে ২০০টি উইকেট নিয়েছিলেন। (ছবি-পিটিআই)