
৬ ডিসেম্বর অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়া গোলাপি বল টেস্ট খেলতে নামবে। ভারতীয় টিম টেস্ট ক্রিকেটে গোলাপি বলের ৪টে ম্যাচ খেলেছে। তাতে ৩টেতে জিতেছে টিম ইন্ডিয়া। আর হার একটিতে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

পারথে সেঞ্চুরি হাঁকানোর পর বিরাট কোহলির থেকে দিন-রাতের টেস্টের জন্য প্রত্যাশা বেড়েছে তাঁর অনুরাগীদের। এক ঝলকে দেখে নিন গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে গোলাপি বলের ম্যাচে বিরাট কোহলির রেকর্ড।

বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে এই সেঞ্চুরি করেছিলেন কোহলি।

ভারতের জার্সিতে ৪টি গোলাপি বল টেস্টে অতীতে খেলেছেন বিরাট কোহলি। তাতে ৪৬.১৬ গড়ে ২৭৭ রান করেছেন তিনি।

ইডেন গার্ডেন্সে ২০১৯ সালে ভারত যে গোলাপি বল টেস্টে খেলেছিল, সেখানে ক্যাপ্টেন রোহিত ১৯৪ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন।

শেষ বার ২০২০ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে গোলাপি বল টেস্টে ৭৪ রান করেছিলেন।

২০২১ সালে আমেদাবাদে ভারত ও ইংল্যান্ড যে দিন রাতের টেস্ট খেলেছিল সেখানে ক্যাপ্টেন বিরাট কোহলি ৫৮ বলে ২৭ রান করেছিলেন।

২০২২ সালে বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কা যে পিঙ্ক বল টেস্ট খেলেছিল সেখানে রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি ৪৮ বলে ২৩ রান করেন।