MS Dhoni: ধোনির বাড়িতে সান্তাক্লজ, মাহি-কন্যা জিভার জন্য প্রচুর উপহার; চিনতে পারছেন?
Merry Christmas: বড়দিনে মেতে সারা বিশ্ব। মহেন্দ্র সিং ধোনির বাড়িতেও হাজির সান্তাক্লজ! সঙ্গে নানা উপহার। মাহি-কন্যা ছোট্ট জিভাকে আদরে ভরিয়ে দিলেন সান্তা। সুন্দর মুহূর্তের সাক্ষী রইলেন মাহির স্ত্রী সাক্ষী সিংও। তিনিই সান্তাক্লজের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গ্রুপ ছবিতে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর কাছের মানুষেরাও। ফ্রেমে সান্তাক্লজও। ছবি দেখে চিনতে পারছেন এই সান্তাক্লজ কে?