Indian Cricket: গৌতম গম্ভীর-রোহিত শর্মার জুটিতে ভারতের লজ্জার আটকাহন
Gautam Gambhir-Rohit Sharma: বছরের সেরা মুহূর্ত কোনটা হতে পারে রোহিত শর্মার জন্য? শুধু কি তিনিই? দেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর কাছে সেরা মুহূর্ত। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে এই ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপ অবধিই চুক্তি ছিল। তিনি আর মেয়াদ বাড়াননি। এরপর ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর অধ্যায় শুরু। হতাশার বিষয় উচ্ছ্বাসের সঙ্গে একঝাঁক লজ্জাও সঙ্গী হয়েছে ভারতের।