Rohit Sharma: সবকিছুর জন্য কৃতজ্ঞ… আবেগঘন পোস্ট রোহিত শর্মার
বর্তমানে অজি সফরে ব্যস্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের ৩টে টেস্ট হয়ে গিয়েছে। আপাতত বর্ডার-গাভাসকর ট্রফি ১-১ দাঁড়িয়ে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার এক আবেগঘন পোস্ট ভাইরাল।
1 / 8
এই মুহূর্তে বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যস্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫ টেস্টের সিরিজের আপাতত ৩টে টেস্ট হয়ে গিয়েছে। সিরিজের স্কোরলাইন ১-১ এখন। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
2 / 8
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মাঝে নেটদুনিয়ায় রোহিত শর্মার এক আবেগঘন পোস্ট ভাইরাল। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
3 / 8
ইন্সটাগ্রামে স্ত্রী ঋতিকা সজদের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রোহিত শর্মা। সেখানে স্ত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানিয়েছেন রোহিত। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
4 / 8
আজ ২১ ডিসেম্বর, রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদের জন্মদিন। ঋতিকার বিশেষ দিনে তাঁর থেকে দূরে রয়েছেন রোহিত। কিন্তু স্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানাতে ভোলেননি রোহিত। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
5 / 8
ঋতিকার জন্মদিনে রোহিত ইন্সটাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'অনেক অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার পাশে আছো, এটা জানি বলেই আমি জীবনে এগিয়ে চলেছি। সবকিছুর জন্য কৃতজ্ঞ। ভালো থেকো। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
6 / 8
রোহিত শর্মা ও ঋতিকা সজদের বিয়ে হয় ২০১৫ সালের ১৩ ডিসেম্বর। তাঁরা এখন দুই সন্তানের অভিভাবক। তাঁদের বড় মেয়ে সামাইরা। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
7 / 8
১৫ নভেম্বর রোহিত ও ঋতিকার ছেলের জন্ম হয়। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)
8 / 8
রোহিত ও ঋতিকা ১৬ নভেম্বর তাঁদের সন্তান জন্মের খবর প্রকাশ্যে নিয়ে আসেন। তাঁরা ছেলের নাম রেখেছেন আহান। ১ ডিসেম্বর ঋতিকা নিজের ইন্সটা স্টোরিতে ছেলের নাম প্রকাশ করেন। (ছবি-রোহিত শর্মার ইন্সটাগ্রাম)