বাগদেবীর আরাধনায় মেতেছেন প্রায় সকলেই। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই সরস্বতী পুজো হয়েছে।
আবার অনেক জায়গায় সোমবার সকালেও হবে। অনেক স্কুল কলেছের পুজোতেই বিশেষত্ব থাকে।
তেমনই কলকাতা ফুটবল নিয়ে থিম দেখা গেল কিংবদন্তি চুনী গোস্বামীর স্কুলে।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সরস্বতী পুজোয় একটুকরো ময়দান হয়ে উঠল তীর্থাঙ্গন।
এবারের পুজোয় তীর্থপতি ইনস্টিটিউশনের ছাত্ররা তিন প্রধানের ঐতিহ্যকে তুলে ধরল তাদের পুজোয়।
কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী ছিলেন এই স্কুলের ছাত্র। বুদ্ধদেব গুহ, বিমান বসু, বিশ্বজিৎ ভট্টাচার্যরাও এই স্কুলের ছাত্র ছিলেন।
খেলাধুলো এবং পড়াশোনার যে বড় সংযোগ রয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। আর বাংলা ও বাঙালির কাছে ফুটবল প্রিয় হবে, এমনটাই স্বাভাবিক।
কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের ঐতিহ্য তুলে ধরা হয়েছে সরস্বতী পুজোর থিমে। সব ছবি: Own Arrangement