বেজে উঠেছে দামামা। আর ঠিক তিন দিন পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভারম্ভ। যত দিন যাচ্ছে এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা বাড়ছে। (ছবি- গেটি ইমেজ)
৮ টিমের এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আর শেষ হবে ৯ মার্চ। প্রত্যেক টিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে। (ছবি-গেটি ইমেজ)
এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একাধিক প্রাক্তন ক্রিকেটার ভারতকে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ধরেছেন। টিম ইন্ডিয়ার একগুচ্ছ ক্রিকেটারের উপর যে কারণে বাড়তি নজর থাকছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে জেনে নিন অতীতে এখানে সবচেয়ে বেশি রান করা ৫ ক্রিকেটার কারা। (ছবি-পিটিআই)
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি টুর্নামেন্টে ১৪টি ম্যাচে ৬৯৫ রান করেছেন। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি। (ছবি-আইসিসি)
ক্রিস গেইলের পর চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি এই টুর্নামেন্টে ১৩টি ম্যাচে ১১টি ইনিংসে ৬৬৫ পান করেছেন। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। (ছবি-আইসিসি)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় তিনে রয়েছেন শিবনারায়ণ চন্দরপল। তিনি ১৬টি ম্যাচে খেলে করেছেন ৫৮৭ রান। রয়েছে ৫টি হাফসেঞ্চুরি। (ছবি-আইসিসি)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় চারে রয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার জ্যাক কালিস। তিনি ১৪টি ম্যাচে ৫৬৪ রান করেছেন। ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করেছেন কালিস। (ছবি-আইসিসি)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি ভারতের সুপারস্টার রাহুল দ্রাবিড়ও রয়েছেন এই তালিকায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় পাঁচে দ্রাবিড়। ১৬টি ম্যাচে ১৩টি ইনিংসে দ্রাবিড় করেছেন ৫৪৭ রান। তিনি করেছেন ৫টি হাফসেঞ্চুরি। (ছবি-আইসিসি)