Shreyas Iyer-Mohammed Siraj: বলি নায়িকা না হয়েও শ্রেয়স-সিরাজের প্রেয়সী! তাক লাগালেন কোন স্টার কিড?
ভারতের তারকা ক্রিকেটারদের সঙ্গে বলিউডের সেলিব্রিটিদের নাম জড়ানো নতুন বিষয় নয়। এ বার স্টার কিডের সঙ্গে দেখা গেল টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। বলি নায়িকা না হয়েও কে শ্রেয়স-সিরাজের প্রেয়সী?
1 / 8
দেশের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে সম্প্রতি দেখা গিয়েছে জ়নাই ভোঁসলের সঙ্গে। কে তিনি? পদবি দেখে অনেকেই আন্দাজ করতে পারেন, জ়নাইয়ের সঙ্গে যোগ রয়েছে আশা ভোঁসলের।
2 / 8
সত্যিই কি আশা ভোঁসলের কেউ হন জ়নাই ভোঁসলে? এটা ঠিক। ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি জ়নাই ভোসলে।
3 / 8
কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোঁসলের নাতনির জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ। জ়নাই নিজের ইন্সটাগ্রামে এক ঝাঁক ছবি শেয়ার করেছেন।
4 / 8
টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজের সঙ্গে খোশমেজাজে জ়নাই ভোঁসলের গল্প করার এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
5 / 8
বলিউড তারকা জ্যাকি শ্রফ এবং ক্রিকেটার সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গেও জ়নাই ভোঁসলের ছবি দেখা গিয়েছে ইন্সটাগ্রামে।
6 / 8
২০০২ সালে জন্ম আশা ভোঁসলের নাতনি জ়নাই ভোঁসলের। ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, '23' done right'।
7 / 8
বলিউডে পা এখনও রাখেননি জ়নাই ভোঁসলে। তবে তাঁর বলিডউ ডেবিউ হওয়ার কথা শোনা যাচ্ছে 'দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজী মহারাজ' সিনেমায়।
8 / 8
২০২৭ সালে 'দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজী মহারাজ' সিনেমাটি রিলিজ় করবে। সেখানে শিবাজী মহারাজের স্ত্রী রানি সাই ভোঁসলের ভূমিকায় দেখা যাবে জ়নাই ভোঁসলেকে।