Bangla NewsPhoto gallerySports photos Shubman Gill has an excellent record against Punjab Kings in the IPL, in today's match GT skipper will be in focus
Shubman Gill: গব্বরের দলের বিরুদ্ধে ‘পঞ্জাব দা পুত্তর’ শুভমন গিলের পরীক্ষা
GT, IPL 2024: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ, বৃহস্পতিবার শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে নামবে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। শুভমন গিল নিজে পঞ্জাবের ছেলে। কিন্তু তিনি আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাই গুজরাটের পঞ্জাব ম্যাচের আগে ক্রিকেট মহলে আলোচনা চলছে নজর থাকবে পঞ্জাব দ্য পুত্তরের পারফরম্যান্সের দিকে।