
পঞ্জাবের ফাজিলকার ছেলে শুভমন গিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন গুজরাট টাইটান্সের জার্সিতে। আজ, বৃহস্পতিবার বড় পরীক্ষার সামনে শুভমন গিল।

তাঁর ঘরের টিম পঞ্জাব কিংস। যেহেতু তিনি পঞ্জানের ছেলে। কিন্তু শুভমন গিলের জন্য তা হল প্রতিপক্ষ দল। তাই লক্ষ্মীবার রাতে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন গিল, সেদিকে নজর থাকবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুভমন গিলের রেকর্ড বেশ ভালো। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০টি ইনিংসে শুভমন গিল আইপিএলে করেছেন ৩৯৭ রান।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিলের স্ট্রাইক রেট ১৩৮.৮১ এবং তাঁর গড় ৫৬.৭১। গুজরাট টাইটান্সের নতুন নেতা পঞ্জাবের বিরুদ্ধে দলকে জেতাতে চান।

হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়ার পর শুভমন গিলকে গুজরাটের ক্যাপ্টেন বানানো হয়। আইপিএলে এই প্রথম বার ক্যাপ্টেনের দায়িত্বে দেখা যাচ্ছে শুভমন গিলকে।

এ বারের আইপিএলে শুভমন গিল ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৬ রানে হারিয়েছিল।

অভিষেক আইপিএল ম্যাচ জেতার পর ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে যায় শুভমন গিলের গুজরাট টাইটান্স।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকের কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হারার পর শুভমন গিলের গুজরাট টাইটান্স মরসুমে তাদের তৃতীয় ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।